Bike Loan

TVS Apache RTR 310: এবার পূরণ হবে গরিবের স্বপ্ন! অল্প পুঁজিতেই স্পোর্টস বাইক ঘরে, মাসে প্রয়োজন মাত্র 7 হাজার টাকা

Aindrila Dhani

Published on:

tvs-apache-rtr-310-emi-plan-2024

TVS Apache RTR 310: অ্যাগ্রেসিভ লুকের বাইক খুঁজছেন! যা দুর্ধর্ষ পারফরম্যান্স দেবে! কিন্তু বাজেট অল্প! 2024-এ লঞ্চ হয়েছে TVS Apache RTR 310। স্পোর্টস ন্যাকেড ক্যাটাগরিতে হুলুস্থুল ফেলে দিয়েছে এই বাইক। আকর্ষণীয় ডিজাইন, শক্তিশালী ইঞ্জিন আর অ্যাডভান্স ফিচারের মেলবন্ধন এই বাইকে। যুবকদের পছন্দ হতে বাধ্য।

   

সস্তায় চলে এসেছে TVS Motors-এর মারকাটারি বাইক। এতে আপনারা অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম পেয়ে যাবেন। এছাড়া এতে বেশকিছু আধুনিক ফিচার রয়েছে।‌ প্রতি লিটারে 30 কিলোমিটার মাইলেজ দিতে পারে এটি। TVS Apache RTR 310-এর কার্ব ওয়েট 169 কেজি। এতে আপনারা 2 বছর অথবা 30 হাজার কিলোমিটার পর্যন্ত স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি পেয়ে যাবেন। এই বাইকের সিটের উচ্চতা 800 মিলিমিটার আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স 180 মিলিমিটার। এর দৈর্ঘ্য 1991 মিলিমিটার, প্রস্থ 831 মিলিমিটার আর উচ্চতা 1154 মিলিমিটার। এই ঝাক্কাস বাইকের হুইলবেস 1358 মিলিমিটার।

TVS Apache RTR 310 বাইকের ইঞ্জিন

সবার প্রথমে TVS Apache RTR 310-এর ইঞ্জিন ক্যাপাসিটি সম্পর্কে কথা বলব। এতে 312.12cc-র সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল্ড, ফিউল ইনজেক্টেড ইঞ্জিন ব্যবহার করেছে কোম্পানি। যা 9700 rpm-এ 35.08 bhp শক্তি ও 6650 rpm-এ 28.7 Nm টর্ক উৎপাদন করতে সক্ষম। ইঞ্জিনের সাথে 6 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন রয়েছে।

TVS Apache RTR 310: মাইলেজ ও গতিবেগ

এতে 11 লিটারের ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি রয়েছে। ARAI অনুসারে, এই বাইক প্রতি লিটারে 30 কিলোমিটার মাইলেজ দিতে পারে। TVS Apache RTR 310 প্রতি ঘণ্টায় সর্বোচ্চ 150 কিলোমিটার বেগে ছুটতে পারে।

TVS Apache RTR 310: সেফ্টি ফিচার্স

সুরক্ষার জন্য 2024 TVS Apache RTR 310-এ অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম ব্যবহার করেছে কোম্পানি। এর পাশাপাশি ভালো গ্রিপ আর সুরক্ষিত রাইডিংয়ের জন্য এই বাইকে‌ অ্যালয় হুইল ও টিউবলেস টায়ার রয়েছে। এতে একাধিক রাইডিং মোড রয়েছে- স্পোর্ট, ট্র্যাক, আরবান, রেইন ও সুপার মোটো। এই দুর্দান্ত বাইকে আপনারা স্লিপার ক্লাচ, ইনভার্টেড ফ্রন্ট ফোর্ক, LED হেডলাইট, শার্প টেইল লাইট আর মাস্কুলার ফিউল ট্যাঙ্ক পেয়ে যাবেন।‌

TVS Apache RTR 310 বাইকের দাম

এই সেগমেন্টের নিরিখে বেশ সস্তায় পেয়ে যাবেন TVS Apache RTR 310। এতে তিনটি ভ্যারিয়েন্ট রয়েছে – স্ট্যান্ডার্ড, আর্সেনাল ব্ল্যাক উইথ কুইক শিফ্টার আর ফিউরি ইয়েলো। এর এক্স শোরুম দাম 2.43 লাখ টাকা থেকে 2.64 লাখ টাকার মধ্যে। আপনারা চাইলে TVS Apache RTR 310 ফাইন্যান্স প্ল্যানে কিনতে পারবেন‌। সেক্ষেত্রে 19 হাজার টাকা ডাউন পেমেন্ট করে 6% সুদের হারে 7 হাজার 794 টাকা করে প্রতি মাসে EMI জমা করতে হবে।