Bike Loan

2024 Yamaha MT 03, MT 25: দাদাগিরি দেখাতে আসছে ইয়ামাহা! আগুন লুকে করবে বাজিমাত, মুগ্ধ করবে ফিচার্স

Aindrila Dhani

Published on:

2024-yamaha-mt-03-mt-25-features

ভারতের অন্যতম প্রিমিয়াম ব্র্যান্ড হল Yamaha। এই কোম্পানির মোটরসাইকেলের রেঞ্জ 153cc ইঞ্জিন থেকে শুরু হয়েছে। অপরদিকে স্কুটারের রেঞ্জ শুরু হয়েছে 125cc ইঞ্জিন থেকে। দীর্ঘ সময় ধরে তাদের 150cc বাইকের ফ্ল্যাগশিপ অফার করার পর, Yamaha অবশেষে ভারতে গত বছর R3 আর MT-03 লঞ্চ করেছেন। বিশ্বব্যাপী 2024 Yamaha MT 03 আর Yamaha MT 25 নতুন রংয়ের আপডেট পেয়েছে। জেনে নিন বিস্তারিত।

   

2024 Yamaha MT 03 আর 2024 Yamaha MT 25-র রঙিন আপডেট

Yamaha তার MT লাইনআপকে ‘দ্য ডার্ক সাইড অফ জাপান’ নাম দিয়েছে। এতে প্রাণীগত নকশা যুক্ত করেছে কোম্পানি। Yamaha MT 03 আর Yamaha MT 25 দুটোই স্ট্রিট ফাইটার বাইক। 2024-এ এই দুটি মোটরসাইকেলে নতুন রং যুক্ত করা হয়েছে।

আগের তুলনায় Yamaha MT 03 প্যালেট বৃদ্ধি পেয়েছে। এখন এতে ডার্ক ব্লুইশ গ্রে মেটালিক (ডার্ক গ্রে), ডিপ পার্পলিশ ব্লু মেটালিক (ব্লু) ও ডার্ক ম্যাট গ্রে মেটালিক (ম্যাট ডার্ক গ্রে) রং পেয়ে যাবেন। অপরদিকে Yamaha MT 25-এও একাধিক নতুন রং যুক্ত করা হয়েছে। এতেও আপনারা এখন থেকে ডার্ক ব্লুইশ গ্রে মেটালিক (ডার্ক গ্রে), ডিপ পার্পলিশ ব্লু মেটালিক (ব্লু) ও ডার্ক ম্যাট গ্রে মেটালিক (ম্যাট ডার্ক গ্রে) রং পেয়ে যাবেন।

এই মোটরসাইকেলগুলিতে ইতিমধ্যে শেষের দুটি রং উপলব্ধ ছিল। এবার নতুন আপডেটে ডার্ক ব্লইশ গ্রে মেটালিক (ডার্ক গ্রে) রং যুক্ত হয়েছে। এবার আপনাদের মনে 2024 Yamaha MT 03 আর 2024 Yamaha MT 25-র দাম নিয়ে প্রশ্ন জাগতে পারে। তবে আপনাদের জানিয়ে রাখি, এই দুটি মডেলের দাম তাদের পূর্বসূরিদের মতোই রাখা হয়েছে। এই নতুন আপডেটেড ভার্সন 2024-এর 30 শে জুলাইয়ের পর থেকে আপনারা পেয়ে যাবেন।

2024 Yamaha MT 03 আর 2024 Yamaha MT 25-এর ডিজাইন

এই দুটি মডেলই একই চ্যাসিস আর একই ধরনের ডিজাইন দেখতে পেয়ে যাবেন। দুটি মডেলেই LED হেডলাইট রোবটিক ডিজাইনের মধ্যে রাখা হয়েছে। এর ফলে যুবকদের 2024 Yamaha MT 03 আর 2024 Yamaha MT 25-র লুক বেশ আকর্ষণ করবে। এছাড়া এতে LED টার্ন ইন্ডিকেটর, মাউন্টেড কাওল ORVM, খোদাই করা ফিউল ট্যাঙ্ক, স্প্লিট সিট দেখতে পেয়ে যাবেন। এর পাশাপাশি এই বাইক দুটিতে সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার রয়েছে। এতে আপনারা ফিউল ক্যাপাসিটি, ট্রিপমিটার, গিয়ার পজিশন দেখতে পাবেন। এই বাইক দুটির ওজন 167 কেজি।

2024 Yamaha MT 03 আর 2024 Yamaha MT 25-এর ইঞ্জিন

2024 Yamaha MT 03-তে 321cc-র লিকুইড কুল্ড, DOHC ইঞ্জিন রয়েছে। যা 41.4 bhp শক্তি ও 29.5 Nm টর্ক উৎপাদন করে। অপরদিকে 2024 Yamaha MT 25-এ 249cc-র প্যারালাল টুইন, লিকুইড কুল্ড, DOHC, 4 ভালভ ইঞ্জিন রয়েছে। যা 35 bhp শক্তি ও 22.6 Nm টর্ক উৎপাদন করে।