Top 5 Electric scooters: এখন ইলেকট্রিক স্কুটারের চাহিদা খুব বেড়েছে। অনেকেই ইলেকট্রিক স্কুটার কেনার কথা ভাবছেন, কিন্তু বুঝতে পারছেন না কোন্ মডেল ভালো হবে। ইলেকট্রিক স্কুটার কেনার সময় সবার প্রথমে বাজেট নির্ধারণ করে নেবেন। সেই বাজেটের মধ্যে ভালো রেঞ্জ ও শক্তিশালী ব্যাটারি প্যাকের মডেল খোঁজা শুরু করবেন।
গ্রাহকরা কম দামে ভালো রেঞ্জের ইলেকট্রিক স্কুটারের খোঁজে থাকেন। আজ আমরা এমনই কয়েকটি মডেলের কথা আপনাদের বলব। ভালো রেঞ্জ, চার্জিং সাপোর্ট আর আধুনিক ফিচার্স সহ আমাদের তালিকায় উঠে এসেছে পাঁচটি ইলেকট্রিক স্কুটারের নাম। দেখে নিন।
2024 top 5 electric scooters
Ola S1 Pro
সবার প্রথমে আমাদের তালিকায় নাম উঠে এসেছে Ola Electric-এর জনপ্রিয় মডেল Ola S1 Pro-র। ভারতে সবথেকে বেশি বিক্রি হওয়া ইলেকট্রিক স্কুটারগুলির মধ্যে থেকে অন্যতম এটি। Ola S1 Pro-র ব্যাটারি সম্পূর্ণ চার্জ হয়ে গেলে 195 কিলোমিটার রেঞ্জ দিতে পারে। এছাড়া প্রতি ঘন্টায় এই ইলেকট্রিক স্কুটারের সর্বোচ্চ গতিবেগ 25 কিলোমিটার। এতে আপনারা নেভিগেশন, স্পিকার ও TFT ডিসপ্লের মতো ফিচার্স রয়েছে। Ola S1 Pro-র এক্স শোরুম দাম 1.32 লাখ টাকা।
Okinawa OKHI 90
অল্প সময়ের মধ্যেই OKHI 90 বেশি জনপ্রিয়তা লাভ করেছে। এই ইলেকট্রিক স্কুটারের বাইক একবার সম্পূর্ণ চার্জ হয়ে গেলে 160 কিলোমিটার মতো রেঞ্জ দিতে পারে। OKHI 90 প্রতি ঘন্টায় সর্বোচ্চ 90 কিলোমিটার বেগে ছুটতে সক্ষম। এর এক্স শোরুম দাম 1.86 লাখ টাকা।
Okaya Faast
ভারতে বেশকিছু ইলেকট্রিক স্কুটার ম্যানুফ্যাকচারিং কোম্পানি রয়েছে। সেগুলির মধ্যে থেকে অন্যতম হল – Okaya। Okaya Faast-এর সর্বোচ্চ গতিবেগ 70 কিলোমিটার/ ঘণ্টা। এই ইলেকট্রিক স্কুটার একবার সম্পূর্ণ চার্জে 160 কিলোমিটার রেঞ্জ দেয়। এর এক্স শোরুম দাম 1.44 লাখ টাকা।
Ather Rizta
Ather Rizta বর্তমানে একটি জনপ্রিয় মডেল। এটি প্রতি ঘন্টায় সর্বোচ্চ 120 কিলোমিটার বেগে ছুটতে পারে। এছাড়া একবার সম্পূর্ণ চার্জ হয়ে গেলে Okaya Faast 159 কিলোমিটার মতো রেঞ্জ দেয়। এর এক্স শোরুম দাম 1.11 লাখ টাকা।
Ather 450 Apex
Ather-এর আরেকটি জনপ্রিয় মডেল হল – Ather 450 Apex। এটি একবার সম্পূর্ণ চার্জ হয়ে গেলে 157 কিলোমিটার রেঞ্জ দিতে পারে। Ather 450 Apex প্রতি ঘণ্টায় সর্বোচ্চ 100 কিলোমিটার বেগে ছুটতে পারে। এর এক্স শোরুম দাম 1.96 লাখ টাকা।