Bajaj Platina 110: Bajaj Auto ভারতের অন্যতম বিখ্যাত টু-হুইলার ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এই কোম্পানি এখনও পর্যন্ত ভারতে বিভিন্ন ধরনের বাইক লঞ্চ করেছে। আপনারা এই কোম্পানির সাধারণ বাইক থেকে প্রিমিয়াম বাইক সব পেয়ে যাবেন। Bajaj Auto-র বাজেট ফ্রেন্ডলি সেগমেন্টের জনপ্রিয় বাইক হল- Bajaj Platina 110।
ভারতে বহু বছর ধরে এই কোম্পানি ব্যবসা করছে। ভারতবাসীদের বিশ্বাস জিততে পেরেছে এই কোম্পানি। Bajaj Platina 110-এর আকর্ষণীয় ডিজাইন সাধারণ মধ্যবিত্ত মানুষের বেশ পছন্দের। এই বাইকে 11 লিটারের ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি রয়েছে।
Bajaj Platina 110 বাইকের ইঞ্জিন ও পারফরম্যান্স
Bajaj Platina 110-এ 115.45cc-র এয়ার কুল্ড শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হয়েছে।এই বাইকে ইঞ্জিন ঠাণ্ডা রাখার জন্য হাওয়ার ব্যবহার করা হয়েছে। Bajaj Platina 110-এর ইঞ্জিন 7,000 rpm-এ 8.44 Ps শক্তি ও 5,000 rpm-এ 9.81 Nm টর্ক উৎপাদন করে থাকে। এই ইঞ্জিনের সাথে রয়েছে 5 স্পিড গিয়ার বক্স।
Bajaj Platina 110 বাইকের মাইলেজ
Bajaj Platina 110-এ 11 লিটারের ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি রয়েছে। বর্তমান পেট্রোলের দামের নিরিখে বেশি মাইলেজের বাইকই অনেকে বেছে নিচ্ছেন। এই বাইক প্রতি লিটারে 70 কিলোমিটার মাইলেজ দেয়।
Bajaj Platina 110 বাইকের ফিচার্স
এই শক্তিশালী বাইকে আধুনিক ফিচার্স রয়েছে। এতে গিয়ার পজিশন, ইন্স্ট্রুমেন্ট ক্লাস্টার ও গিয়ার গাইডেন্স ফিচার পেয়ে যাবেন।
Bajaj Platina 110 বাইকের দাম
এই বাইকে তিনটি রঙের বিকল্প রয়েছে – রেড, ব্ল্যাক ও হোয়াইট। Bajaj Platina 110-এর এক্স শোরুম দাম 70 হাজার 400 টাকা থেকে 80 হাজার 275 টাকার মধ্যে। এক ওয়েবসাইটের তথ্য অনুসারে, বাইক কিনতে ডাউন পেমেন্ট করতে হবে 7,657 টাকা।