Bike Loan

সকল জল্পনার অবসান ঘটিয়ে বাজারে Bajaj CNG বাইক! কমবে 50% তেলের খরচ, ফিচারে হুঁশ উড়ছে সবার

Aindrila Dhani

Published on:

check-out-when-bajaj-is-launching-the-cng-bike

পেট্রোল আর ডিজেলের উর্ধ্বমুখী দাম সাধারণ মানুষকে সমস্যায় ফেলে দিয়েছে। এই সমস্যার সমাধানে ইলেকট্রিক টু-হুইলার লঞ্চ হয়েছে। তবে সবার পক্ষে ইলেকট্রিক বাইক কেনা সম্ভব নয়। এবার Bajaj Auto লঞ্চ করতে চলেছে তাদের নতুন CNG বাইক। এই খবর সামনে আসার পর থেকে সবার নজর বাইকটির লঞ্চ হওয়ার দিকেই আটকে রয়েছে।

   

Bajaj Auto ভারতের প্রথম CNG বাইক লঞ্চ করতে চলেছে। কোম্পানি অফিশিয়াল ভাবে এই তথ্য সামনে এনেছে। এই মডেলটিকে সামনে থেকে দেখার জন্য অটো এক্সপার্টদের আমন্ত্রণ জানানো হয়েছে। Bajaj CNG লঞ্চের তারিখ সামনে এনেছে কোম্পানি‌।‌

Bajaj CNG বাইকের ইঞ্জিন

ফাঁস হওয়া স্পাই শটে এই বাইকের ডিজাইন খানিকটা দেখা গেছে। এতে ডিসটিঙ্কটিভ কমিউটার বাইকের ডিজাইন যুক্ত করা হয়েছে। এই মডেলটি ডুয়াল ফুয়েল সিস্টেম সহ লঞ্চ হবে। অর্থাৎ এই বাইকটি CNG -র পাশাপাশি পেট্রোলেও চলবে। আশা করা যায়, Bajaj Auto-র CNG মোটরসাইকেলটি লো রানিং কস্ট সম্পন্ন হবে। এই মডেলটি বড়ো শহরের পাশাপাশি ছোটো শহরে চলাচলের জন্য তৈরি করা হয়েছে। এই কমিউটার বাইকে 100-125cc ইঞ্জিন থাকতে পারে। রিপোর্ট অনুযায়ী Bajaj তার এই বাইকের নাম Bruzer রাখতে পারে।

Bajaj CNG বাইকের ফিচার্স

Bajaj আমাদের দেশের এক বিখ্যাত যানবাহন নির্মাতা কোম্পানি‌‌। বরাবর এই কোম্পানির গাড়িগুলিতে প্রয়োজনীয় ফিচার্স ব্যবহার করা হয়‌। ফলে গ্রাহকদের মধ্যে জনপ্রিয়তাও বৃদ্ধি পায়। Bajaj CNG মোটরসাইকেলে আপনারা টেলিস্কোপিক ফোর্ক সাসপেনশন, মাল্টি স্পোক অ্যালয় হুইল, মোনোশক ইউনিট ও হ্যালোজেন টার্ন ইন্ডিকেটর পেয়ে যাবেন। সুরক্ষার জন্য এই বাইকে ডিস্ক ও ড্রাম ব্রেকের কম্বিনেশন ব্যবহার করা হয়েছে‌।

Bajaj CNG বাইক কবে লঞ্চ করবে?

প্রথমে Bajaj Auto জানিয়েছিল তাদের CNG বাইক 18ই জুন লঞ্চ হবে। তবে এতে কিছু পরিবর্তন করা হয়েছে। কোম্পানি জানিয়েছে, তাদের এই বাইকটি 17ই জুলাই লঞ্চ করা হবে। বাইকটি লঞ্চের পর সমস্ত তথ্য জানানো হবে।