Hero Splendor Electric: ভারতের রাস্তায় রীতিমত রাজত্ব করে Hero Splendor। এই বাইক কেনার শখ অনেকেরই রয়েছে। কিন্তু পেট্রোলের ঊর্ধ্বমুখী দামের কারণে তাতে ভাঁটা পড়ে গেছে। এবার আপনাদের সমস্যার সমাধান করতে ভারতীয় বাজারে আসতে চলেছে Hero Splendor Electric। জেনে নিন বিস্তারিত।
2024-এ Hero Motocorp ভারতীয় বাজারে লাঞ্চ করবে Hero Splendor Electric। বেশ সস্তায় এই মডেলটি আপনারা পেয়ে যাবেন। এই ইলেকট্রিক বাইকে থাকবে শক্তিশালী ব্যাটারি প্যাক ও ইলেকট্রিক মোটর। দৈনন্দিন যাতায়াতের ক্ষেত্রে Hero Splendor Electric আপনারা ব্যবহার করতে পারবেন। এর ডিজাইন আর ফিচার্স বেশ আকর্ষণীয় রাখা হয়েছে।
Hero Splendor Electric বাইকের ব্যাটারি
এই ইলেকট্রিক বাইকে শক্তিশালী ব্যাটারি প্যাক দেওয়া হবে। যার সাহায্যে আপনারা দারুন রাইডিং রেঞ্জ উপভোগ করতে পারবেন। Hero Splendor Electric-এ 4.0 কিলোওয়াট ওভারের লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক থাকতে পারে। এই ব্যাটারি দ্রুত চার্জ হয়ে যাবে। আর একবার সম্পূর্ণ চার্জ হলে 250 কিলোমিটার মতো রেঞ্জ দিতে পারবে।
Hero Splendor Electric: ইলেকট্রিক মোটর
এই ইলেকট্রিক বাইকে শক্তিশালী মোটর ব্যবহার করা হতে পারে। Hero Splendor Electric-এ সম্ভবত 3000 ওয়াটের ইলেকট্রিক মোটর যুক্ত করা হবে। এর সাহায্যে আপনারা দ্রুত বেগে বাইক ড্রাইড করতে পারবেন।
Hero Splendor Electric বাইকের ফিচার্স
এই নতুন ইলেকট্রিক বাইকের ফিচার্স সম্বন্ধে এখনও কোন অফিসিয়াল রিপোর্ট পাওয়া যায়নি। তবে মিডিয়া রিপোর্টস্ অনুযায়ী, এই ইলেকট্রিক বাইকে পুরনো Hero Splendor-এর মতোই ফিচার্স থাকবে। তবে পাশাপাশি আধুনিকীকরণের ছোঁয়াও আপনারা দেখতে পাবেন। Hero Splendor Electric-এ LED হেডলাইট, LED টেইল লাইট ও TFT ডিসপ্লে থাকবে। এই ডিসপ্লেতে আপনারা প্রয়োজনীয় তথ্য দেখতে পাবেন।
Hero Splendor Electric বাইকের দাম
এই বাইকের এক্স শোরুম দাম 1.30 লাখ টাকা থেকে 1.50 লাখ টাকার মধ্যে হতে পারে।
Hero Splendor Electric বাইক কবে লঞ্চ করছে?
Hero Splendor Electric 2024-এর জুন মাসে লঞ্চ হবে।