Bike Loan

Yamaha FZS: নতুন বাইক কিনতে চান কিন্তু পকেটে টাকা কম? নো টেনশন, পকেটের চাপ কমিয়ে 5 হাজারের কিস্তি

Aindrila Dhani

Published on:

yamaha-fzs-bike-emi-plan

Yamaha FZS: যাঁরা আকর্ষণীয় ফিচার সহ বাইক কেনার কথা ভাবছেন, আজকের প্রতিবেদনটি তাদের জন্য। এই প্রতিবেদনে আমরা Yamaha FZS-এর সম্পর্কে কথা বলব। এই দুর্দান্ত কয়েকটি আপনারা খুব কম দামেই বাড়িতে তুলতে পারবেন। জেনে নিন বিস্তারিত।

Yamaha FZS-এ রয়েছে আকর্ষণীয় ফিচারের সম্ভার। এছাড়া এতে পেয়ে যাবেন শক্তিশালী ইঞ্জিন ও দুর্দান্ত মাইলেজ। আপনি যদি 2024-এ বাইক কিনতে চান তাহলে এই সেগমেন্টের মধ্যে Yamaha FZS কিন্তু দুর্দান্ত একটি বিকল্প। প্রতি লিটারে 55 কিলোমিটার মতো মাইলেজ দিতে পারে এই বাইক।

   

Yamaha FZS-এর ইঞ্জিন

Yamaha FZS-এ 249cc-র সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিনের সাথে 5 স্পিড গিয়ার বক্স রয়েছে।

Yamaha FZS-এর মাইলেজ

এই বাইকের মাইলেজের কথা বলতে গেলে, প্রতি লিটারে 50 কিলোমিটার থেকে 55 কিলোমিটার মাইলেজ দিতে পারে।

Yamaha FZS-এর দাম

দামের দিক থেকে Yamaha FZS বেশ সস্তা। আপনি যদি এই বাইকটি কিনতে চান, তবে জেনে রাখুন এর দাম।‌Yamaha FZS-এর এক্স শোরুম দাম 1.25 লাখ টাকা থেকে শুরু হয়েছে। ট্যাক্স ও অন্যান্য রেজিস্ট্রেশন ফি মিলিয়ে এই বাইকের অন রোড দাম 1.75 লাখ টাকা মতো পড়ে। এটি আপনারা ফাইন্যান্স প্ল্যানে কিনতে পারবেন।

Yamaha FZS-এর ফাইন্যান্স প্ল্যান

আপনার বাজেট যদি 20 হাজার টাকা হয়, তাও আপনারা Yamaha FZS কিনতে পারবেন। এর থেকেও কম দামে বাড়িতে নিতে পারবেন বাইকটি।

Yamaha FZS আপনারা 15 হাজার টাকা ডাউন পেমেন্ট করে কিনতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের 9.7 শতাংশ হারে কিস্তি দিতে হবে। 3 তিন বছরের জন্য প্রতি মাসে 5 হাজার টাকা করে EMI জমা করতে হবে।