Bike Loan

2024 TVS Apache RTR 125: প্রেমিকার মন জয় করবে এই বাইক! দেখলে চোখের পলক পড়বে না, 1 লাখের কমে সেরা বাইক

Aindrila Dhani

Published on:

2024-tvs-apache-rtr-125-price

TVS Apache RTR 125: আপনি কি একটা জমকালো স্পোর্টস বাইকের খোঁজে রয়েছেন? তাহলে আজকের প্রতিবেদন আপনাকে ভীষণ উপকার করবে। আজকে আমরা কথা বলব কলেজ স্টুডেন্টদের জন্য সস্তার একটি স্পোর্টস বাইকের সম্পর্কে। এটি ভারতীয় বাজারের অন্যান্য স্পোর্ট বাইকের তুলনায় অনেকটাই সস্তা।

   

টু-হুইলারের কথা উঠবে আর TVS Motors-এর নাম নেওয়া হবে না, তা কি হয়? এই কোম্পানি এডভান্স ফিচার্স ও আকর্ষণীয় লুক সহ নিয়ে এসেছে TVS Apache RTR 125। এটি কলেজের স্টুডেন্টদের জন্য একদম পারফেক্ট। এই স্পোর্টস বাইকে ফুল ডিজিটাল LCD ডিসপ্লে পেয়ে যাবেন। এছাড়া রয়েছে শক্তিশালী ইঞ্জিন। যার সাহায্যে প্রতি লিটারে 57 কিলোমিটার মতো মাইলেজ দিতে পারবে TVS Apache RTR 125। জেনে নিন বিস্তারিত।

TVS Apache RTR 125 বাইকের ইঞ্জিন

এই স্পোর্টস বাইকে 124.8cc-র শক্তিশালী ইঞ্জিন রয়েছে। এর সম্পর্কে বিশেষ কোন তথ্য কোম্পানি ঘোষণা করেনি। তবে ARAI অনুসারে, TVS Apache RTR 125 প্রতি লিটারে 56.7 কিলোমিটার মাইলেজ দিতে পারবে।

TVS Apache RTR 125 বাইকের ফিচার্স

ফিচারের কথা বলতে গেলে TVS Apache RTR 125-এ আপনারা বেশকিছু আকর্ষণীয় ও প্রয়োজনীয় ফিচারের সুবিধা পেয়ে যাবেন। সুরক্ষার জন্য এই বাইকের সামনে ডিস্ক ব্রেক ও পিছনে ড্রাম ব্রেক দেওয়া হয়েছে। এই স্পোর্টস বাইকে 17 ইঞ্চির অ্যালয় হুইল ব্যবহার করা হয়েছে। এর সামনে ও পিছনে যথাক্রমে 90/90 ও 110/80 সাইজের টিউবলেস টায়ার যুক্ত করেছে কোম্পানি। আপনাদের সুবিধার জন্য TVS Apache RTR 125-এ LED বাল্ব ও ফুল ডিজিটাল LCD কন্সোল ব্যবহার করা হয়েছে।

TVS Apache RTR 125: ডাইমেনশন

এই বাইকের হুইলবেস 1357 মিলিমিটার আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স 180 মিলিমিটার। এছাড়া এতে রয়েছে 12 লিটারের ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি।

TVS Apache RTR বাইকের দাম

TVS Apache RTR 125 দুটি আলাদা ভ্যারিয়েন্টে লাঞ্চ করা হবে। এর এক্স শোরুম দাম 90 হাজার টাকা থেকে 1 লাখ টাকার মধ্যে।