Bike Loan

2024 Bajaj Pulsar N160: টপ লুকে দিওয়ানা যুবকরা! ঝাঁ চকচকে চেহারা, এই বাইক কিনতে ঝাপিয়ে পড়েছে সবাই

Aindrila Dhani

Published on:

2024-bajaj-pulsar-n160-launched-in-india

এখন ভারতীয় অটোমোবাইল সেক্টরে বিভিন্ন ধরনের বাইক আপনারা দেখতে পেয়ে যাবেন। এইসব মডেলে একাধিক আধুনিক ফিচার্স রয়েছে। Bajaj Auto বাজারে নিয়ে এসেছে আপ সাইড ডাউন ফোর্ক সহ নতুন বাইক। এতে আপনারা ABS মোড ও ব্লুটুথ কানেক্টিভিটির সুবিধা পেয়ে যাবেন।

   

ভারতীয় বাজারে সবথেকে দামী Bajaj Pulsar মডেল লঞ্চ হয়েছে। আমরা কথা বলছি 2024 Bajaj Pulsar N160-র সম্পর্কে। অন্যান্য ভ্যারিয়েন্টের থেকে এটি আলাদা। কোম্পানি এই মডেলে আপ সাইড ডাউন ফোর্ক যুক্ত করেছে। আর বাকি ভ্যারিয়েন্টে রয়েছে টেলিস্কোপিক ফোর্ক। জেনে নিন বিস্তারিত।

2024 Bajaj Pulsar N160-র ফিচার্স

আপ সাইড ডাউন ফোর্কের কারণে Bajaj Pulsar N160-র স্ট্যাবিলিটি ও হ্যান্ডেলিং ক্ষমতা বৃদ্ধি পাবে। এখন এই মডেলের ডিজিটাল কনসোলে ব্লুটুথ কানেক্টিভিটি যুক্ত করা হয়েছে। এছাড়া এতে থাকছে টার্ন বাই টার্ন নেভিগেশন সহ অন্যান্য কানেক্টেড ফিচার্স। রাইডিং মোডের কথা বলতে গেলে, Bajaj Pulsar N160-তে ইতিমধ্যে তিনটি রাইডিং মোড রয়েছে। যথা :- রোড, রেইন ও অফ-রোড। তবে এর সাথেই যুক্ত হয়েছে ABS মোড।‌ এর ফলে বাইকে আপনারা সুরক্ষিত রাইডিং উপভোগ করতে পারবেন।

2024 Bajaj Pulsar N160-র ইঞ্জিন ও পারফরম্যান্স

এই বাইকের অন্যান্য স্পেসিফিকেশন অপরিবর্তিত রাখা হয়েছে। নতুন Bajaj Pulsar N160-তে বাকি ভ্যারিয়েন্টের মতোই ইঞ্জিন ক্যাপাসিটি যুক্ত করেছে কোম্পানি। এতে রয়েছে 164.82cc-র অয়েল কুল্ড ইঞ্জিন। যা 15.68 bhp শক্তি ও 14.65 Nm টর্ক উৎপাদন করতে সক্ষম। Bajaj Pulsar N160-র ইঞ্জিনের সাথে 5 স্পিড গিয়ার বক্স রয়েছে। এই বাইকে 14 লিটারের ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি রয়েছে। Bajaj Pulsar N160-র কার্ব ওয়েট 152 কেজি। এতে 17 ইঞ্চির চাকা রয়েছে। Bajaj Pulsar N160-র সামনে আপ সাইড ডাউন ফোর্ক আর পিছনে প্রি-লোড অ্যাডজাস্টেবল মোনোশক সাসপেনশন দেওয়া হয়েছে।

2024 Bajaj Pulsar N160-র প্রতিদ্বন্দ্বী

Bajaj Pulsar N160-র প্রতিদ্বন্দ্বী হল- TVS Apache RTR 160 4V, Honda X-Blade, Yamaha FZ-S FI, Hero Xtreme 160 4V, Suzuki Gixxer।

2024 Bajaj Pulsar N160-র দাম (Bajaj Pulsar N160 Price)

এই বাইকের এক্স শোরুম দাম দাম 1.33 লাখ টাকা থেকে 1.40 লাখ টাকার মধ্যে।