ভারতে টু-হুইলারের চাহিদা অনেকটাই বেশি। এখানে সাধারণ মানুষের স্বপ্ন নিজস্ব বাইক অথবা স্কুটার কেনার। তাছাড়া প্রয়োজনে টু-হুইলারের দরকার পড়ে। আজকের প্রতিবেদনে আমরা TVS Apache RTR 310-র সম্পর্কে বলব।
আপনি যদি নতুন বাইক কেনার প্ল্যান করে থাকেন, তবে TVS Apache RTR 310 সম্পর্কে জেনে রাখতে পারেন। TVS Motors একটি বিখ্যাত কোম্পানি। এই কোম্পানির বাইক বেশ ভালো মাইলেজ দিতে পারে। TVS Apache RTR 310 প্রতি লিটারে 60 কিলোমিটার মতো মাইলেজ দেয়। এতে আপনারা একাধিক রাইডিং মোড পেয়ে যাবেন। এই বাইকে 11 লিটারের ফিউল ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছে। নিজেদের সাধ্যের মধ্যেই এবার TVS Apache RTR 310 পেয়ে যাবেন।
TVS Apache RTR 310-এর মাইলেজ (TVS Apache RTR 310 Mileage)
এটি একটি স্পোর্টস বাইক। পারফরম্যান্সের দিক থেকে TVS Apache RTR 310 বড় বড় কোম্পানির মডেলগুলিকে হারিয়ে দিতে সক্ষম। যুবকদের এই বাইক বেশ ভালো লাগে। এতে 312cc-র লিকুইড কুল্ড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। TVS Apache RTR 310-এর ইঞ্জিন সর্বাধিক 35.6 bhp শক্তি ও 28.7 Nm টর্ক উৎপাদন করতে পারে। এই ইঞ্জিনের সাথে রয়েছে 6 স্পিড গিয়ার বক্স। এই বাইকে 11 লিটারের ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি আছে। প্রতি লিটার পেট্রোলে 60 কিলোমিটার মতো মাইলেজ দিতে পারে TVS Apache RTR 310।
TVS Apache RTR 310-এর ফিচার্স (TVS Apache RTR 310 Features)
এই বাইকে 7 ইঞ্চির রেডিয়াল টায়ার দেওয়া হয়েছে। এছাড়া TVS Apache RTR 310-এ 5টি রাইডিং মোড রয়েছে- আরবান, রেইন, স্পোর্ট, ট্র্যাক ও সুপার মোটো।
TVS Apache RTR 310-এর দাম (TVS Apache RTR 310 Price)
এই স্পোর্টস বাইকের এক্স শোরুম দাম 2.4 লাখ টাকা থেকে শুরু হয়েছে। এর ডিজাইন থেকে শুরু করে লুক এই সেগমেন্টের মধ্যে সবথেকে বেস্ট। আপনারা চাইলে TVS Apache RTR 310 ফাইন্যান্স প্ল্যানে কিনতে পারবেন। সেক্ষেত্রে 19 হাজার টাকা ডাউন পেমেন্ট করে 6% সুদের হারে 7 হাজার 794 টাকা করে প্রতি মাসে EMI জমা করতে হবে।