Bike Loan

Top 5 Scooter in India 2024 : ভারতীয় মার্কেটের সেরা পাঁচ স্কুটার কোনগুলি? না দেখলে মিস

Aindrila Dhani

Published on:

Top 5 Scooter in India 2024

Top 5 Scooter in India 2024: মোটরসাইকেল আর চার চাকা গাড়ির সাথে পাল্লা দিয়ে চাহিদা বাড়ছে স্কুটারের। হালকা ওজনের স্কুটার চালাতে মহিলাদের বেশ সুবিধা হয়। আর এতে কোন অতিরিক্ত জটিলতা নেই। স্কুটার কেনার খরচ বাইকের তুলনায় অনেকটাই কম। তাই এখন স্কুটারের চাহিদাও ভারতীয় বাজারে বেশ ভালই রয়েছে। দেখতেও যেমন স্টাইলিশ লাগে ঠিক তেমনভাবে রয়েছে আধুনিক ফিচারস। জেনে নিন ভারতীয় বাজারের Top 5 স্কুটার সম্পর্কে।

   

Top 5 Scooter in India 2024

Vespa VXL 125

এই মডেলের 125 cc ইঞ্জিন রয়েছে। যা প্রতি লিটারে 45 কিলোমিটার মাইলেজ দেয়। এতে আপনারা 7.4 ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি পেয়ে যাবেন। ভারতীয় বাজারে এই মডেলটির এক্স শোরুম দাম 1 লাখ 32 হাজার টাকা থেকে 1 লাখ 34 হাজার টাকার মধ্যে।

Honda Dio

এই স্কুটারে আপনারা 110 cc ইঞ্জিন পেয়ে যাবেন। এটি প্রতি লিটারে 50 কিলোমিটার মাইলেজ দেয়। Honda Dio তে 5.3 লিটার ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি রয়েছে। এই স্কুটারের এক্স শোরুম মূল্য 74 হাজার টাকা থেকে 81 হাজার টাকার মধ্যে।

আরো পড়ুন: Okaya EV-র বড়ো চমক! এই ইলেকট্রিক স্কুটারে পাবেন দুর্দান্ত ডিসকাউন্ট, ফিচারস দেখে ফেলুন কিনে

Suzuki Access 125

Suzuki Access 125 মডেলে 124 cc ইঞ্জিন রয়েছে। প্রতি লিটারে 64 কিলোমিটার মাইলেজ দেয় এই স্কুটার। এতে রয়েছে 5 লিটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি। এই স্কুটারের এক্স শোরুম মূল্য 84 হাজার 247 টাকা।

TVS Jupiter

এই স্কুটারে আপনারা 110 cc ইঞ্জিন পেয়ে যাবেন। এটি প্রতি লিটারে 65 কিলোমিটার মাইলেজ দিয়ে থাকে। TVS Jupiter এর ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি 6 লিটার। ভারতীয় বাজারে এই স্কুটারের এক্স শোরুম মূল্য 69 হাজার 990 টাকা থেকে 85 হাজার 866 টাকার মধ্যে।

আরো পড়ুন: Yamaha Fascino 125 FI Hybrid Scooter : Yamaha-এর দুর্দান্ত হাইব্রিড স্কুটার! পেট্রোল আর ব্যাটারি দুটিতেই চলবে

Honda Activa 6G

এই স্কুটারে 110 cc ইঞ্জিন রয়েছে। এটি প্রতি ঘন্টায় 60 কিলোমিটার মাইলেজ দিয়ে থাকে। Honda Activa 6G র ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 5.3 লিটার। এই মডেলটির এক্স শোরুম দাম 77 হাজার 711 টাকা।