Bike Loan

Maruti Hustler: ছোট প্যাকেট বড় ধামাকা! মারুতির নতুন ঝাঁ চকচকে গাড়ি, দামও সাধ্যের মধ্যে

Aindrila Dhani

Published on:

maruti-hustler-launch-date-in-india

এখন দেশে-বিদেশে প্রচুর সংখ্যক গাড়ি নির্মাতা কোম্পানি রয়েছে। কিন্তু যদি পুরনো ও নামি কোম্পানির কথা উঠে, তাহলে নিঃসন্দেহে প্রথম দিকে Maruti Suzuki-র নাম নেওয়া হবে। এই কোম্পানি গত কয়েক দশক ধরে গাড়ি নির্মাণ করে চলেছে। এই কোম্পানির গাড়ির কোয়ালিটি নিয়ে কোন সন্দেহ নেই।

   

এবার Maruti Suzuki নিয়ে এসেছে Maruti Hustler। এই গাড়িতে আপনারা আকর্ষণীয় ফিচার্স ও শক্তিশালী ইঞ্জিন পেয়ে যাবেন। এছাড়া কোম্পানি চেষ্টা করেছে এই মডেলটির দাম যতটা সম্ভব সাধ্যের মধ্যে রাখার। বাজারে আসার পর Tata Punch-কে নাস্তানাবুদ করে দেবে Maruti Hustler।

Maruti Hustler-এর শক্তিশালী ইঞ্জিন

এই মডার্ন গাড়িতে 658cc-র শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। Maruti Hustler-এর ইঞ্জিন সর্বাধিক 52 Ps শক্তি ও 51 Nm টর্ক উৎপাদন করতে পারে। এছাড়া এই গাড়িতে আপনারা 658cc-র টার্বো চার্জড ইঞ্জিনের বিকল্প পেয়ে যাবেন। যা 64 Ps শক্তি ও 63 Nm টর্ক উৎপাদন করে।

Maruti Hustler-এর আধুনিক ফিচার্স

গরমের দিনে ঠান্ডা হাওয়া আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য Maruti Hustler-এ সানরুফ দেওয়া হয়েছে। এছাড়া প্রয়োজনীয় তথ্য জানার জন্য ডিজিটাল ডিসপ্লে যুক্ত করেছে কোম্পানি। এই গাড়িতে পার্কিং অর ড্রাইভিং বেশি সুবিধাজনক করার জন্য 360 ডিগ্রী ক্যামেরা রয়েছে। এছাড়া রেয়ার সেন্সর, পাওয়ার উইন্ডো, পাওয়ার সাইড মিরর, এয়ার কন্ডিশনিং ইত্যাদি ফিচার রয়েছে। এর পাশাপাশি সুরক্ষার জন্য এন্টি লক ব্রেকিং সিস্টেম দেওয়া হয়েছে। আপনাদের সুবিধার জন্য স্মার্টফোন কানেক্টিভিটি, ডিজিটাল কন্সোল আর এয়ার ব্যাগ রয়েছে Maruti Hustler-এ।

Maruti Hustler-এর দাম (Maruti Hustler Price)

Maruti Hustler-এর দাম 6 লাখ টাকার আশেপাশে হতে পারে বলে জানা যাচ্ছে।