Bajaj Auto এখনও পর্যন্ত সবচেয়ে সাশ্রয়ী মূল্যের Chetak মডেল লঞ্চ করেছে। Bajaj Chetak 2901 একটি ব্যাজ তৈরি করা হয়েছে। প্রত্যাশিত ভাবে Bajaj Auto এটির দাম 1 লাখ টাকার নিচে রেখেছে। Bajaj-এর এই 1 লক্ষ টাকার Chetak ভেরিয়েন্টটি লঞ্চের প্রয়োজন ছিল। কারণ অন্যান্য প্রতিযোগী ব্র্যান্ডগুলি একই দামের মধ্যে বিভিন্ন ভেরিয়েন্ট লঞ্চ করেছে বাজারে। Bajaj Chetak 2901-এ বাকি Chetak ভেরিয়েন্টগুলির মতো একই স্টাইলিং রয়েছে।
Bajaj Chetak 2901 স্কুটারের ডিজাইন
এই স্কুটারে আধুনিক-রেট্রো ডিজাইন রাখা হয়েছে। Bajaj Auto বোল্ড রঙের মধ্যে এই ভেরিয়েন্টটি লঞ্চ করেছে। এটি যুবক-যুবতী সহ বিস্তৃত পরিসরের মানুষের বেশ আকর্ষণীয় লাগবে বলে মনে করছে কোম্পানি। Bajaj Chetak 2901 চারটি রঙে আপনারা পেয়ে যাবেন। যথা:- রেড, লাইম ইয়েলো, ব্ল্যাক, হোয়াইট ও অ্যাজুয়ার ব্লু।
Bajaj Chetak 2901 স্কুটারের ফিচার্স
Bajaj Auto এই স্কুটারটিকে বেশকিছু ফিচার সহ লঞ্চ করেছে। এতে রঙিন ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ব্লুটুথ কানেক্টিভিটি ইত্যাদি রয়েছে। গ্রাহকরা চাইলে TecPac কিনতে পারেন। এতে হিল হোল্ড, রিভার্স মোড, স্পোর্ট এবং ইকোনমি মোড, কল এবং মিউজিক কন্ট্রোল, ফলো মি হোম লাইট এবং ব্লুটুথ অ্যাপ কানেক্টিভিটির মতো ফিচার্সের সুবিধা দেবে।
Bajaj Chetak 2901 স্কুটারের রেঞ্জ
Bajaj Auto দাবি করেছে যে Chetak 2901 (ARAI সার্টিফিকেশন অনুযায়ী) একবার সম্পূর্ণ চার্জে 123 কিলোমিটার রেঞ্জ দিতে পারবে। বাস্তব জগতে রেঞ্জ খানিকটা কম হতে পারে।
Bajaj Chetak 2901: দাম
এটির দাম 95 হাজার 998 টাকা (এক্স শোরুম দাম, ব্যাঙ্গালোর)৷ এটি Bajaj Chetak-এর আরবান এবং প্রিমিয়াম ভেরিয়েন্টের ঠিক নিচেই অবস্থান করছে। Bajaj Chetak 2901-এর বুকিং আপনারা ভারতে 500টি শোরুমের মাধ্যমে করতে পারবেন। এই স্কুটারটি TVS iQube, Ather Rizta এবং Ola S1X এবং Ola S1 Air-এর সাথে প্রতিযোগিতা করবে।