Tata Punch CNG SUV: এখন পেট্রোল আর ডিজেলের যে হারে দাম বৃদ্ধি পাচ্ছে, তা দেখে অনেকেই গাড়ি কেনার শখ পূরণ করতে পারছেন না। এবার আপনাদের এই সমস্যার সমাধান করতে চলে এসেছে CNG SUV। Tata Motors বাজারে নিয়ে এসেছে Tata Punch-এর CNG ভার্সন। জেনে নিন বিস্তারিত।
Tata Punch CNG SUV আপনাদের ভালো লাগবে। এর ডিজাইন Tata Punch-এর মতোই রাখা হয়েছে। দুর্দান্ত পারফরম্যান্স আর ফিচার্সে ভরপুর এই মডেলটি। প্রতি লিটারে প্রায় 19 কিলোমিটার মাইলেজ দিতে পারে এই গাড়ি। এতে রয়েছে রেয়ার পার্কিং সেন্সর, রিভার্স পার্কিং ক্যামেরার মতো বেশ কিছু আধুনিক টেকনোলজির ফিচার।
Tata Punch CNG SUV: ইঞ্জিন
এতে আপনারা দুটি ইঞ্জিনের বিকল্প পেয়ে যাবেন। একটিতে 1.2 লিটারের রেভোট্রোন পেট্রোল ইঞ্জিন রয়েছে। যা 86 bhp শক্তি ও 113 Nm টর্ক উৎপাদন করে। আরেকটিতে আছে 1.2 লিটারের অ্যাম্পিরিস্ট টার্বো চার্জ ডিজেল ইঞ্জিন। যা 90 bhp শক্তি ও 200 Nm টর্ক উৎপাদন করে। এই দুটি ইঞ্জিনের সাথেই আপনারা 5 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন পেয়ে যাবেন।
Tata Punch CNG SUV: মাইলেজ
Tata Punch 1.2 লিটারের রেভোট্রোন পেট্রোল ইঞ্জিন ও 1.2 লিটারের iCNG ইঞ্জিন ARAI অনুসারে, প্রতি লিটারে 18.97 কিলোমিটার মাইলেজ দিতে পারে।
Tata Punch CNG SUV গাড়ির ফিচার্স
Tata Punch ফিচারের দিক থেকে অন্যান্য SUV-কে টক্কর দেওয়ার ক্ষমতা রাখে। এতে রয়েছে 7 ইঞ্চির টাচ স্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, রেয়ার পার্কিং সেন্সর, ক্রুজ কন্ট্রোল আর রিভার্স পার্কিং ক্যামেরার মতো ফিচার। এছাড়া কানেক্টেড কার টেকনোলজি রয়েছে এই গাড়িতে। আপনি নিজের স্মার্টফোনটিকে এর সাহায্যে গাড়ির সাথে কানেক্ট করতে পারবেন।
Tata Punch CNG SUV গাড়ির দাম
Tata Punch বেশ কিছু ভেরিয়েন্টে উপলব্ধ রয়েছে। এর এক্স শোরুম দাম 6 লাখ টাকা থেকে শুরু হয়। অপরদিকে এই গাড়ির টপ ভেরিয়েন্টের দাম 9 লাখ টাকা।