Yamaha MT 03: Yamaha একটি জাপানী বাইক নির্মাণ কোম্পানি। এই কোম্পানির একাধিক বাইক ভারতের রাস্তায় দেখতে পাওয়া যায়। বছরের পর বছর ধরে খুব ভালো সার্ভিস দিয়ে আসছে এই কোম্পানি। ফলে গ্রাহকদেরও মন জিতে নিতে পেরেছে Yamaha।
গত কয়েক দশক ধরে ভারতের সফলভাবে ব্যবসা করে চলেছে এই কোম্পানি। তবে আজকাল বাইকের দাম বেশিরভাগ মানুষেরই সাধ্যের বাইরে। আজ আমরা সাধারণ মানুষের সাধ্যের মধ্যে এটি বাইকের খোঁজ নিয়ে হাজির হয়েছি। Yamaha MT 03 বহু চর্চিত একটি মডেল। এটি MT সিরিজের অন্যতম বিখ্যাত ও প্রিমিয়াম বাইক। এতে আপনারা স্ট্রিট ফাইটার ডিজাইন দেখতে পেয়ে যাবেন। LED হেডলাইট ও LED টেইল লাইটের সুবিধা রয়েছে এই মডেলে। জেনে নিন বিস্তারিত।
Yamaha MT 03-র ইঞ্জিন
এই বাইকে 321cc-র লিকুইড কুল্ড প্যারালাল টুইন ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যা 42 bhp শক্তি ও 29.5 Nm টর্ক উৎপাদন করতে পারে। Yamaha MT 03-র ইঞ্জিনের সাথে 6 স্পিড গিয়ার বক্স রয়েছে। এই শক্তিশালী ইঞ্জিন দুর্দান্ত মাইলেজ ও গতিবেগ দিতে পারে। এর আওয়াজও বেশ জোরে।
Yamaha MT 03-র ফিচার্স
এই বাইকে আপনারা দুর্দান্ত ফিচার্স পেয়ে যাবেন। Yamaha MT 03-তে ডিজিটাল ইন্স্ট্রুমেন্ট ক্লাস্টার, ট্র্যাকশন কন্ট্রোল, ডবল চ্যানেল অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম, ইন্ডিকেটর ইত্যাদি রয়েছে। এছাড়া এই বাইকে আপনারা স্ট্রিট ফাইটার ডিজাইন দেখতে পেয়ে যাবেন। আপনাদের সুবিধার জন্য Yamaha MT 03-তে LED হেডলাইট, LED টেইল লাইট, একাধিক রাইডিং মোড, স্লিপার ক্লাচ দেওয়া হয়েছে। এর পাশাপাশি সুরক্ষার জন্য ডিস্ক ব্রেক পেয়ে যাবেন।
Yamaha MT 03-র দাম
ভারতীয় বাজারে Yamaha MT 03-র এক্স শোরুম দাম 4 লাখ 59 হাজার 900 টাকা থেকে শুরু হচ্ছে। তবে অন রোড দাম শহরের ভিত্তিতে ভিন্ন হবে। তবে আপনারা এই বাইকটি অফার চলাকালীন কিনতে পারেন। সেই সময় বেশ ভালো ডিসকাউন্ট পেয়ে যাবেন।