Bike Loan

TVS Apache RTR 310: শখ পূরণ করার দিন চলে এসেছে! দরকার নেই মোটা টাকার, মাত্র 7 হাজার কিস্তি

Aindrila Dhani

Published on:

tvs-apache-rtr-310-india-price-2024

TVS Apache RTR 310 : TVS Motors এক বিখ্যাত টু-হুইলার ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এবার ভারতীয় বাজারে এই কোম্পানি একটি নতুন মোটরসাইকেল নিয়ে এসেছে। এতে আপনারা দুর্দান্ত ডিজাইন আর শক্তিশালী প্রদর্শন দেখতে পাবেন। এটি ভারতীয় বাজারে দুটি রংয়ের অপশনে পেয়ে যাবেন‌। এছাড়া এতে তিনটি ভেরিয়েন্ট উপলব্ধ থাকবে। জেনে নিন বিস্তারিত।

   

ভারতীয় বাজারে এবার দেখতে পাবেন TVS Apache RTR 310-কে‌। এতে BS6 ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। আপনার যদি এই বাইকের হলুদ রঙের ভেরিয়েন্টটি কেনেন তাহলে দারুন অফার পেয়ে যাবেন।

TVS Apache RTR 310: ইঞ্জিন ও পারফরম্যান্স

এতে 312cc-র লিকুইড কুল্ড 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার ফুয়েল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই ইঞ্জিন 9,700 rpm-এ 35.6 Ps শক্তি ও 6,650 rpm-এ 28.7 Nm টর্ক উৎপাদন করে। এই বাইকে 11 লিটারের ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি রয়েছে। TVS Apache RTR 310 বেশ ভালো মাইলেজ দিতে পারে।

TVS Apache RTR 310: ব্রেক ও সাসপেনশন

এই বাইকের সামনে আপ সাইড ডাউন ফোর্ক আর পিছনে সলিড ড্রাই কাস্ট অ্যালুমিনিয়াম মোনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। এর পাশাপাশি দুই চাকাতে ডবল চ্যানেল ABS দেওয়া হয়েছে। এতে আপনারা ডিস্ক ব্রেকের সুবিধা পেয়ে যাবেন।

TVS Apache RTR 310 বাইকের ফিচার্স

এবার আমরা TVS Apache RTR 310-এর ফিচার্স সম্বন্ধে কথা বলব। এতে নতুন টেকনোলজির ফিচার্স ব্যবহার করা হয়েছে। এতে আপনারা LCD ডিসপ্লে পেয়ে যাবেন। এই ডিসপ্লেতে ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল ট্যাকোমিটার, ডিজিটাল ট্রিপমিটার, কল অ্যালার্ট, মেসেজ নোটিফিকেশন, টাইমিং ক্লক সহ বেশ কিছু সুবিধা পেয়ে যাবেন। এছাড়া এই বাইকে ডিভাইস চার্জ করার জন্য USB চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে। এছাড়া এতে মিউজিক কন্ট্রোল, ক্রুজ কন্ট্রোল, প্যাসেঞ্জার ফুটরেস্ট, স্প্লিট সিট, স্টেপ আপ সিট রয়েছে।

TVS Apache RTR 310: প্রতিদ্বন্দ্বী

ভারতীয় বাজারে এই বাইকের প্রতিদ্বন্দ্বী হল- KTM RC 390, Suzuki Gixxer SF 250, Honda CB300R ইত্যাদি।

TVS Apache RTR 310 বাইকের অন রোড প্রাইস ও EMI প্ল্যান

এই বাইকের প্রথম ভেরিয়েন্টের অন রোড দাম 2 লাখ 76 হাজার 928 টাকা আর দ্বিতীয় ভেরিয়েন্টের অন রোড দাম 2 লাখ 94 হাজার 695 টাকা। সেক্ষেত্রে 19 হাজার টাকা ডাউন পেমেন্ট করে 6% সুদের হারে 7 হাজার 794 টাকা করে প্রতি মাসে EMI জমা করতে হবে।