বর্তমান সময়ে ভারতের বেশিরভাগ মানুষের কাছেই বাইক রয়েছে। যাঁদের কাছে নেই, তাঁদের মধ্য থেকে অনেকে বাইক কেনার কথা ভাবছেন। আপনারা যদি লোকাল এরিয়াতে যাওয়ার জন্য বাইকের খোঁজে থাকেন, তাহলে আজকের প্রতিবেদন আপনাদের কাজে লাগবে।
স্টাইলিশ লুকের Bajaj Pulsar N150 বাইক দুর্দান্ত একটি মডেল। এতে ডিস্ক ব্রেক রয়েছে। এই বাইকটি বেশ ভালো মাইলেজ দিতে পারে। আপনারা বেশ কম দামেই এটি পেয়ে যাবেন। জেনে নিন বিস্তারিত।
Bajaj Pulsar N150-র ইঞ্জিন
এই বাইকে 149.68cc-র এয়ার কুল্ড সিঙ্গেল সিলিন্ডার শক্তিশালী ইঞ্জিন রয়েছে। যা 8,500 rpm-এ 14.5 Ps শক্তি ও 6,000 rpm-এ 13.5 Nm টর্ক উৎপাদন করে। এই ইঞ্জিনের সাথে রয়েছে 5 স্পিড গিয়ার বক্স।
Bajaj Pulsar N150-র ফিচার্স
এখন আধুনিক ফিচার সমৃদ্ধ প্রচুর বাইক ভারতীয় বাজারে পেয়ে যাবেন। Bajaj Pulsar N150-তে ডিস্ক ব্রেক, সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সর, চওড়া টায়ার, বড় ফুয়েল ট্যাঙ্ক, LED হেডলাইট, শক্তিশালী ইঞ্জিন সহ বেশ কিছু ফিচার রয়েছে। এর পাশাপাশি আরামদায়ক সিট আর আকর্ষণীয় ডিজাইন চোখে পড়বে। এই বাইকে আপনারা 5 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন।
Bajaj Pulsar N150-র দাম
ভারতে এই বাইকের দুটি ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে। Bajaj Pulsar N150-র বেস ভেরিয়েন্টের এক্স শোরুম দাম 1 লাখ 18 হাজার 661 টাকা। আর টপ ভেরিয়েন্টের এক্স শোরুম দাম 1 লাখ 25 হাজার 661 টাকা। আপনারা চাইলে মাত্র 20 হাজার 800 টাকা ডাউন পেমেন্ট করেও এটি কিনতে পারবেন। তবে সেক্ষেত্রে 10 শতাংশ সুদের হারে 3 বছরের জন্য 4 হাজার 268 টাকা করে EMI দিতে হবে।