Bike Loan

Hero Xoom 160: মুগ্ধ হবেন স্কুটির লুকে! ঝাক্কাস ফিচারে হিরোর নতুন স্কুটি

Aindrila Dhani

Published on:

hero-xoom-160-price-2024

Hero Xoom 160: আপনি কি কম বাজেটে ভালো স্কুটার কিনতে চাইছেন? আজ এমন এক স্কুটারের খবর আপনাদের দেবো যা চালিয়ে শহরতলী আর হাইওয়ে দুই জায়গাতেই নির্দ্বিধায় ঘুরতে পারবেন। আবার লং ড্রাইভেও যেতে পারবেন।

   

দুর্দান্ত একটি মডেল হিসেবে Hero Xoom 160 বেস্ট অপশন। এটি ভারতের প্রথম অ্যাডভেঞ্চার স্কুটার। এতে আপনারা শক্তিশালী পারফর্মেন্স পেয়ে যাবেন। Hero Xoom 160 স্টাইলিশ লুক ও আধুনিক ফিচারের ঝাক্কাস কম্বিনেশন।

Hero Xoom 160: ডিজাইন

এই স্কুটারটি অ্যাডভেঞ্চারের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। এতে উচ্চ গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে। ফলে রাস্তা এবড়োখেবড়ো হলেও আপনাদের কোনো সমস্যা হবে না। এছাড়া Hero Xoom 160-তে 14 ইঞ্চির চাকা রয়েছে।

Hero Xoom 160: ইঞ্জিন

এই স্কুটারে 156cc-র লিকুইড কুল্ড ইঞ্জিন রয়েছে। Hero Xoom 160 দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে থাকে। ট্রাফিক ভর্তি রাস্তা হোক বা হাইওয়ে সবখানেই এই স্কুটার চালিয়ে সহজে বেরিয়ে যেতে পারবেন। লিকুইড কুল্ড টেকনোলজির জন্য ইঞ্জিন তাড়াতাড়ি গরম হবে না। যার ফলে লং ড্রাইভে যেতে আপনাদের কোন সমস্যায় পড়তে হবে না।

Hero Xoom 160 বাইকের ফিচার্স

রাতে ভালোভাবে দেখার জন্য এই স্কুটারে LED হেডলাইট ও LED টেইল লাইট দেওয়া হয়েছে। অপরদিকে প্রয়োজনীয় তথ্য জানার জন্য এতে ডিজিটাল ইন্স্ট্রুমেন্ট ক্লাস্টার রয়েছে। Hero Xoom 160 চাবি ছাড়াও স্টার্ট করা সম্ভব। এই স্কুটারে স্মার্ট কী-এর মতো ফিচার রয়েছে। সিট থেকে না উঠেই যাতে বুট খোলা যায় তার জন্য রিমোট বুট ওপেনিংয়ের সুবিধা দেওয়া হয়েছে। এছাড়া এতে আরামদায়ক রাইডিং উপভোগ করতে টেলিস্কোপিক ফ্রন্ট ফোর্ক আর ডুয়াল রেয়ার শক্স রয়েছে। সুরক্ষার জন্য Hero Xoom 160-তে ডিস্ক ব্রেক ও ABS দেওয়া হয়েছে।

Hero Xoom 160 বাইকের দাম

Hero Xoom 160-এর এক্স শোরুম দাম 1.10 লাখ টাকা থেকে 1.20 লাখ টাকার মধ্যে। এটি 2024-এ লঞ্চ হওয়ার কথা।