Bike Loan

Yamaha Aerox 155: স্মার্ট ফিচার সহ মারকাটারি লুক! ইয়ামাহার স্কুটিতে ফিদা সবাই, প্রয়োজন প্রতি মাসে 5,023 টাকা

Aindrila Dhani

Published on:

yamaha-aerox-155-price-and-mileage-2024

বর্তমান যুগে স্কুটার বহু মানুষের প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। বর্তমান যুগে স্কুটার ছেলে-মেয়ে সকলেই চালাতে পারেন। এখন অবশ্য মেয়েরাও বাইক চালান। কিন্তু সবার পক্ষে বাইক কেনা সম্ভব নয়। আসলে বাইকের দাম স্কুটারের তুলনায় অনেকটাই বেশি। Yamaha নিয়ে এসেছে স্টাইল লুক ও আকর্ষণীয় ডিজাইনের নতুন স্কুটার। জেনে নিন বিস্তারিত।

   

Yamaha বছরের পর বছর ধরে ভালো পরিষেবা দিয়ে আসছে। এই কোম্পানি বাজারে নিয়ে এসেছে Yamaha Aerox 155। এতে আপনারা শক্তিশালী ইঞ্জিনের পাশাপাশি হাই ক্লাস মাইলেজ পেয়ে যাবেন। কত দাম এই স্কুটারের? কী কী ফিচার্স রয়েছে এতে?

Yamaha Aerox 155: ইঞ্জিন ও পারফরম্যান্স

Yamaha Aerox 155-এ আপনারা 155cc-র শক্তিশালী ইঞ্জিন পেয়ে যাবেন। এই ইঞ্জিন সর্বাধিক 14.75 bhp শক্তি ও 13.9 Nm টর্ক উৎপাদন করে। এতে 24 লিটারের আন্ডার সিট স্টোরেজ রয়েছে। আর 5.5 লিটারের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি রয়েছে। Yamaha Aerox 155 প্রতি লিটারে 45 কিলোমিটার মাইলেজ দিতে পারে। Yamaha Aerox 155 প্রতি ঘন্টায় সর্বোচ্চ 120 কিলোমিটার বেগে ছুটতে পারে। এই স্কুটারে আপনারা 5টি রঙের অপশন পেয়ে যাবেন।

Yamaha Aerox 155 স্কুটির ফিচার্স

এই স্কুটারে বেশকিছু আধুনিক ফিচারের ব্যবহার করা হয়েছে। Yamaha Aerox 155-এ আপনারা সিম্পল হ্যান্ডেল বার, স্টাইলিশ এক্সজস্ট, টিউবলেস টায়ার, অ্যালয় হুইল, ফ্রন্ট স্টোরেজ পকেট, স্মার্টফোন কানেক্টিভিটি, রেয়ার ভিউ ও USB চার্জিং সাপোর্টের মতো ফিচার্স রয়েছে। এটি আপনারা ড্রাম ব্রেক ও ডিস্ক ব্রেক দুটি ভেরিয়েন্টেই পেয়ে যাবেন।

Yamaha Aerox 155 স্কুটির দাম

এই স্কুটারের এক্স শোরুম দাম 1.47 লাখ টাকা। আর অন রোড দাম 1.77 লাখ টাকা। প্রয়োজনে আপনি EMI করতে পারেন, সেক্ষেত্রে ডাউন পেমেন্ট হিসাবে 15,000 টাকা জমা দিতে হবে এবং এর পরে, আপনাকে পরিশোধ করার জন্য ব্যাঙ্কের দ্বারা নির্ধারিত সময়ের জন্য (3 বছর) প্রতি মাসে 5,023 টাকা জমা করতে হবে।