বর্তমান সময়ে রাইডারদের অন্যতম পছন্দের বাইক ব্র্যান্ড হয়ে উঠেছে Yamaha। বর্তমানে ভারতের বাজারেও Yamaha XSR 155 বাইকটির জনপ্রিয়তা বেড়ে গেছে। আপনিও যদি এই বাইকটি কিনতে চান, তবে এর মধ্যে কী কী বিশেষ ফিচার পাবেন দেখে নিন।
Yamaha XSR 155: ফিচার
Yamaha XSR 155 বাইকটিতে আছে ড্রোন ফ্রন্ট ফর্ক সহ একটি মনোশক সাসপেনশন। সেই সঙ্গে এতে রয়েছে ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, স্পিড ফুয়েল ট্যাঙ্ক, ট্রিপল এম, নন পজিশন অ্যান্টি লকিং সিস্টেম, ব্রেকিং সহ নন ইন্ডিকেটর ডিস্ক ব্রেক ইত্যাদি বিশেষ বৈশিষ্ট্য। এটিতে আবার ABS সিস্টেম স্বয়ংক্রিয় ভাবে কার্যকর হয়।
Yamaha XSR 155: পারফরমেন্স
এতে রয়েছে একটি 155 সিসি লিকুইড কুলড ইঞ্জিন। শক্তিশালী এই ইঞ্জিনটি 14 নিউটন মিটার পিক টর্ক এবং 19 হর্স পাওয়ার শক্তি উৎপন্ন করতে পারে। এই গাড়িটি দুর্দান্ত মাইলেজ দিতে সক্ষম। এটি প্রতি লিটারে প্রায় 45 কিলোমিটার মাইলেজ দিতে পারে।
Yamaha XSR 155: দাম
আকর্ষণীয় ডিজাইন সহ দুর্দান্ত ফিচার বিশিষ্ট Yamaha XSR 155 ক্রেতাদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। বর্তমানে ভারতীয় বাজারে এর দাম রয়েছে প্রায় 1.45 লাখ টাকা। এটি বাইকের এক্স-শোরুম মূল্য।