ভারতে টু-হুইলার মার্কেটের গ্রাফ প্রতিদিন উপরে উঠেই চলেছে। আমাদের দেশে প্রায়শই নিত্য নতুন বাইক লঞ্চ হয়। এইসব বাইক লঞ্চের সময় কোম্পানিগুলি গ্রাহকদের চাহিদা ও প্রয়োজনীয়তার দিকে সম্পূর্ণ খেয়াল রাখার চেষ্টা করে। অফিস বা ব্যবসা যে কাজেই বাইক ব্যবহার করা হোক না কেন, মডেলের পারফরম্যান্স ভালো হওয়া অত্যন্ত জরুরী।
কিন্তু সকলের পক্ষে বেশি দাম দিয়ে বাইক কেনা সম্ভব নয়। আর হাই-পারফরম্যান্সের বাইক কিনতে গেলে অন্তত 3-4 লাখ টাকা বাজেট থাকা চাই। তবে এবার মাত্র 25 হাজার টাকায় পেয়ে যাবেন দুর্দান্ত পারফরম্যান্সের বাইক। আপনি যদি সস্তায় ভালো বাইক কেনার চেষ্টায় থাকেন, তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য।
Hero HF Deluxe: ইঞ্জিন ও পারফরম্যান্স
বর্তমানে Hero HF Deluxe ভারতীয় বাজারে উত্তেজনা সৃষ্টি করেছে। এই বাইকে 97.02cc-র সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। এই শক্তিশালী ইঞ্জিন 8.2 Ps শক্তি ও 8.5 Nm টর্ক উৎপাদন করে। এটি প্রতি লিটারে 65 কিলোমিটার থেকে 70 কিলোমিটার মাইলেজ দিতে পারে।
মাত্র 25 হাজার টাকায় কিনে ফেলুন Hero HF Deluxe!
মাত্র 25 হাজার টাকায় এবার Hero HF Deluxe কিনতে পারবেন। তবে এটি নতুন বাইক হবে না। বাজেট কম থাকলে আপনারা সেকেন্ড হ্যান্ড মডেল কিনতে পারেন। এখন তো পুরোনো মডেল কেনার জন্য একাধিক অনলাইন ওয়েবসাইট রয়েছে। এই বাইকের এক্স শোরুম দাম 59 হাজার 980 টাকা থেকে শুরু হয়েছে। Hero HF Deluxe-এর টপ ভেরিয়েন্টের এক্স শোরুম দাম 70 হাজার টাকা। আপনারা চাইলে এই বাইকের সেকেন্ড হ্যান্ড মডেল কিনতে পারেন।