এখন বিভিন্ন কাজে টু-হুইলারের দরকার পড়ে। গত কয়েক বছরে বাইকের চাহিদা তুলনামূলক বেশ খানিকটা বেড়েছে। যে কারণে বিভিন্ন কোম্পানি বিভিন্ন ধরনের বাইক বাজারে লঞ্চ করে চলেছে। তার মধ্যে থেকে একটি বিখ্যাত কোম্পানি হল TVS Motors। মার্কেটে এই কোম্পানির বিভিন্ন ধরনের বাইক আপনারা দেখতে পেয়ে যাবেন। যার মধ্যে একটি কমিউটার বাইক রয়েছে। অল্প সময়েই গ্রাহকরা এই মডেলটিকে বেশ পছন্দ করেছে।
বর্তমান মূল্য বৃদ্ধির বাজারে ইচ্ছে থাকা সত্ত্বেও অনেকেই নতুন বাইক কিনতে পারছেন না। এবার আপনাদের জন্য বাজেট ফ্রেন্ডলি দামে নিয়ে এসেছি একটি বাইকের খোঁজ। এত কম দামে স্পোর্টি লুকের বাইক আর পাবেন না। TVS Sports প্রচুর বাইক প্রেমীর প্রথম পছন্দ। এটি 80 কিলোমিটার মাইলেজ দিতে পারে। এছাড়া প্রতি ঘন্টায় 90 কিলোমিটার বেগে ছোটে। নিজেদের বাজেটের মধ্যে এবার এই মডেলটি কিনতে পারবেন আপনারা। এই বাইকে শক্তিশালী ইঞ্জিন আর দুর্দান্ত ফুয়েল এফিসিয়েন্সি দেওয়া হয়েছে। জেনে নিন বিস্তারিত।
TVS Sport বাইকের ইঞ্জিন ও পারফরম্যান্স
এই বাইকে 109.7cc-র এয়ার কুল্ড সিঙ্গেল সিলিন্ডার 2 ভালভ ইঞ্জিন রয়েছে। যা 7,350 rpm-এ 8.18 bhp শক্তি ও 4,500 rpm-এ 8.7 Nm টর্ক উৎপাদন করে। এই ইঞ্জিনের সাথে 4 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন রয়েছে। ARAI অনুযায়ী এটি প্রতি লিটারে 80 কিলোমিটার মাইলেজ দেয়। তবে ব্যবহারকারীদের মতে TVS Sport প্রতি লিটারে 70 কিলোমিটার মতো মাইলেজ দেয়। এই বাইকের রাইডিং রেঞ্জ 700 কিলোমিটার। এতে 53.5 মিলিমিটারের বোর আর 48.8 মিলিমিটারের স্ট্রোক আছে। এই মডেলের কম্প্রেশন রেশিও 10.0:1। এতে ওয়েট মাল্টিপ্লেট ক্লাচ রয়েছে। এই বাইকে 10 লিটারের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি আর 2 লিটারের রিজার্ভ ফুয়েল ক্যাপাসিটি পেয়ে যাবেন।
TVS Sport: ব্রেক ও সাসপেনশন
এই বাইকে টেলিস্কোপিক ফ্রন্ট ওয়েল ডাম্পড সাসপেনশন ও 5 স্টেপ এডজাস্টেবল হাইড্রোলিক রেয়ার শক অ্যাবজর্ভার রয়েছে। এতে SBT ব্রেকিং সিস্টেম রয়েছে। এই বাইকের সামনের চাকায় 130 মিলিমিটারের ড্রাম ব্রেক আর পিছনের চাকায় 110 মিলিমিটারের ড্রাম ব্রেক রয়েছে। এতে 17 ইঞ্চির চাকা রয়েছে। এই বাইকে টিউবড টায়ার আছে।
TVS Sport: ডাইমেনশন
TVS Sports-এর কার্ব ওয়েট 112 কেজি। এর সিটের উচ্চতা 790 মিলিমিটার। এই বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স 175 মিলিমিটার। এর দৈর্ঘ্য 1950 মিলিমিটার, প্রস্থ 705 মিলিমিটার আর উচ্চতা 1080 মিলিমিটার। এই বাইকের হুইল বেস 1236 মিলিমিটার।
TVS Sport: ফিচার
এতে অ্যানালগ ইন্স্ট্রুমেন্ট কনসোল, অ্যানালগ ওডোমিটার, অ্যানালগ স্পিডোমিটর, ফুয়েল গেজ, হ্যাজার্ড ওয়ার্নিং ইন্ডিকেটর, হ্যালোজেন হেডলাইট, হ্যালোজেন টেইল লাইট, হ্যালোজেন টার্ন সিগন্যাল আর পাস লাইট রয়েছে। এই বাইকে ইলেকট্রিক স্টার্টের অপশন পেয়ে যাবেন।
TVS Sport বাইকের দাম
এই বাইকের দুটি ভেরিয়েন্ট। স্পোর্ট সেল্ফ স্টার্ট (ইএস) ভেরিয়েন্টের এক্স শোরুম দাম 63 হাজার 309 টাকা আর স্পোর্ট সেল্ফ স্টার্ট (ইএলএস) ভেরিয়েন্টের এক্স শোরুম দাম 69 হাজার 106 টাকা। আপনি চাইলে EMI করতে পারেন, এক্ষেত্রে আপনাকে এই বাইকের জন্য 75,00 টাকা ডাউন পেমেন্ট জমা দিতে হবে এবং তার পরে আপনাকে আগামী তিন বছরের জন্য প্রতি মাসে 2,169 টাকা মাসিক EMI দিতে হবে।