আপনি কি নতুন বাইক কিনতে চাইছেন? এবার বাজেট ফ্রেন্ডলি দামে পেয়ে যাবেন স্পোর্টস বাইক। যুবকদের মধ্যে আগাগোড়াই বাইক নিয়ে আলাদা উত্তেজনা দেখা যায়। সেই উত্তেজনা স্পোর্টস বাইকের ক্ষেত্রে খানিকটা বেড়ে যায়। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় দাম। ভারতীয় বাজারে বাজেট ফ্রেন্ডলি দামে স্পোর্টস বাইক প্রায় পাওয়া যায় না বললেই চলে। কিন্তু এবার Yamaha R15 V4 একদম সস্তায় পেয়ে যাবেন আপনারা।
Yamaha R15 V4-এর লুক আর ডিজাইন বেশ আকর্ষণীয়। চতুর্থ জেনারেশনের এই বাইক দুর্দান্ত পারফর্মেন্স আর এডভান্স টেকনোলজির জন্য বিখ্যাত। এবার এই বাইক আপনারা সস্তায় পেয়ে যাবেন। জেনে নিন বিস্তারিত।
Yamaha R15 V4: ইঞ্জিন
Yamaha R15 V4-এ 155cc-র লিকুইড কুল্ড, 4 স্ট্রোক, 4 ভালভ, SOHC ইঞ্জিন রয়েছে। যা 10,000 rpm-এ সর্বাধিক 18.4 Ps শক্তি ও 7,500 rpm-এ সর্বাধিক 14.2 Nm টর্ক উৎপাদন করে।
Yamaha R15 V4 বাইকের ফিচার্স
এই স্পোর্টস বাইকে বেশ কিছু ফিচার রয়েছে। এইসব ফিচারের সাহায্যে আপনারা সহজ ও দুর্দান্ত রাইডিং এক্সপেরিয়েন্স উপভোগ করতে পারবেন। Yamaha R15 V4-এ ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম, কুইক সিফ্টার, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার ইত্যাদি রয়েছে। ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টারে আপনারা স্পিড, ফুয়েল লেভেল, আরপিএম আর ট্রিপ মিটারের মতো বেসিক ইনফরমেশন জানতে পারবেন। এছাড়া স্টাইলিশ LED হেডলাইট রয়েছে। এতে আপনারা শার্প টেইল লাইট আর মাস্কুলার ফুয়েল ট্যাংক পেয়ে যাবেন।
Yamaha R15 V4: রাইডিং পজিশন
এই বাইকের রাইডিং পজিশন স্পোর্টি ধরনের। ভালো গ্রিপের জন্য ক্লিপ অন হ্যান্ডেলবার রয়েছে। এর সিট প্যাডে কুশণ দেওয়া আছে। এছাড়া এই বাইকের ফুটরেস্ট পজিশন বেশ আরামদায়ক।
Yamaha R15 V4 বাইকের দাম
এই বাইকের এক্স শোরুম মূল্য 2.15 লাখ টাকা। মাত্র 6,569 টাকার ইএমআই প্ল্যানের সাথে, আপনি একটি দুর্দান্ত বাইক কিনতে পারেন। এক্ষেত্রে আপনাকে 29,999 টাকা জমা দিতে হবে। তিন বছরের মেয়াদের জন্য আপনাকে 10% সুদের হারে প্রতি মাসে 6,569 টাকা দিতে হবে।