Hero তার Hunter 125 লঞ্চ করে দিয়েছে। এই বাইকটি পুরোনো ক্লাসিক লুক সহ সাশ্রয়ী মূল্যে বাজারে আনা হয়েছে। এই বাইকটি সাধারণ ডেইলি কমিউটার মডেল। নব্বইয়ের দশকে যেই ধরনের বাইক ভারতীয় রাস্তায় দেখা যেত, সেই একই ডিজাইনের মধ্যে এই মডেলটিকে আনা হয়েছে।
2024 Hero Hunter 125-এর ফিচার্স
এই বাইকে বেশি ফিচার পাবেন না আপনারা। তবে কোম্পানি 2024 Hero Hunter 125-এ হ্যালোজেন হেডলাইট, অ্যানালগ ইন্সট্রুমেন্ট কনসোল দিয়েছে। এই ডিসপ্লেতে আপনারা বেসিক ইনফরমেশন দেখতে পাবেন। এছাড়া এতে USB চার্জিং সাপোর্ট পেয়ে যাবেন। এর সাহায্যে আপনাদের ফোন, ল্যাপটপ ইত্যাদির মতো ডিভাইস চার্জ করা যাবে। এছাড়া সুরক্ষার জন্য এতে কম্বি ব্রেকিং সিস্টেম থাকবে। তবে এতে ডিস্ক ব্রেকের কোন অপশন নেই। 2024 Hero Hunter 125-এ টিউবলেস টায়ার, অ্যালয় হুইল আর সাইড স্ট্যান্ডের মতো সুবিধা পেয়ে যাবেন।
2024 Hero Hunter 125-এর ইঞ্জিন
ইঞ্জিনের কথা বলতে গেলে 2024 Hero Hunter 125-এ আপনারা 124.7cc-র ইঞ্জিন রয়েছে। হিরো স্প্লেন্ডারের মতো একই ইঞ্জিন এই বাইকে আপনারা পেয়ে যাবেন। এই বাইকের ইঞ্জিন 9 bhp-র কাছাকাছি শক্তি ও 10.35 Nm টর্ক উৎপাদন করবে। এই বাইক 5 স্পিড গিয়ার বক্স সেট আপ সহ বাজারে আনা হয়েছে। এতে সেলফ স্টার্ট ও কিক স্টার্টের সুবিধা রয়েছে। 2024 Hero Hunter 125 প্রতি লিটারে 60 কিলোমিটার থেকে 65 কিলোমিটারের মধ্যে মাইলেজ দিতে পারবে।
2024 Hero Hunter 125-এর দাম
2024 Hero Hunter 125 আপনারা 85 হাজার টাকা থেকে 90 হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন। এই বাইক কোম্পানি আপাতত আন্তর্জাতিক বাজারে করছে। তবে আপাতত ভারতের লঞ্চ করার ব্যাপারে কোন সিদ্ধান্ত নেয়নি Hero।