ভারতের টু-হুইলার মার্কেট দ্রুত হারে বৃদ্ধি পেয়ে চলেছে। Dio ভারতের অন্যতম বেস্ট সেলিং স্কুটার। Honda-র পোর্টফোলিওতে খতরনাক একটি মডেল এটি। ASEAN মার্কেটের পাশাপাশি ভারতীয় মার্কেটেও দুর্দান্ত সফলতা অর্জন করেছে এই স্কুটার। এটি প্রথমবারের জন্য ব্রাজিলে লঞ্চ করা হয়েছে। সেখানে Elite 125 বিক্রি করা হত। এই মডেলটিকেই প্রতিস্থাপন করেছে Dio।
তবে Honda ব্রাজিলে Elite 125 নামই রেখছে। কারণ ব্রাজিল মার্কেটে এই নামটি বেশি পরিচিত Dio-র তুলনায়। ব্রাজিলে Honda-র সবথেকে সস্তা স্কুটার ছিল Elite 125। এর অনন্য ডিজাইন মানুষের মধ্যে বিভিন্ন মতামতের সৃষ্টি করেছিল। এই মডেলের ফিউচারিস্টিক ডিজাইনে অতিরিক্ত কাটস্, ক্রিজ আর ডিজাইনের উপাদানগুলি সবার পক্ষে হজম করা সম্ভব নয়। তবে নতুন Elite 125 অর্থাৎ Dio 125-এ তুলনামূলকভাবে অনেকটা পরিপক্ক ডিজাইন দেখতে পাবেন।
Honda নতুন 2025 Elite 125 মাত্র একটি ভেরিয়েন্টে লঞ্চ করেছে। যার দাম 12 হাজার 966 ব্রাজিলিয়ান রিয়াল। যা বর্তমান কারেন্সি এক্সচেঞ্জ রেট অনুযায়ী ভারতীয় মুদ্রায় 2.11 লাখ টাকা। এতে আপনারা চারটি রংয়ের অপশন পেয়ে যাবেন- রোজ হোয়াইট, লুমিয়ার সিলভার মেটালিক, ম্যাকিও রেড ও মিস্ট্রি ব্লু মেটালিক।
ভারতীয় ভেরিয়েন্টে Honda Dio 125-এ পার্ল ডিপ গ্রাউন্ড গ্রে, ম্যাট অ্যাক্সিস গ্রে মেটালিক, ম্যাট সংগ্রিয়া রেড মেটালিক, পার্ল নাইট স্টার ব্ল্যাক, পার্ল ডিপ গ্রাউন্ড গ্রে, স্পোর্টস রেড, ম্যাট মার্বেল ব্লু মেটালিক, পার্ল সাইরেন ব্লু পেয়ে যাবেন।
2025 Honda Dio 125: ইঞ্জিন
এই স্কুটারে 123.9সিসির এয়ার কুল্ড সিঙ্গেল সিলিন্ডার 2 ভালভ SOHC ইঞ্জিন রয়েছে। যা সর্বাধিক 8.2 bhp শক্তি ও 10.4 Nm টর্ক উৎপাদন করে। আগের Elite 125-এর তুলনায় শক্তি কম হলেও ISG সহ এতে সাইলেন্ট স্টার্ট ফিচার আর ইঞ্জিন স্টপ/স্টার্ট ফিচার রয়েছে।
2025 Honda Dio 125 স্কুটির ফিচার্স
এই স্কুটারে 12 ইঞ্চির অ্যালয় হুইল যুক্ত করা হয়েছে। এছাড়া ব্রাজিলের মডেলটিতে পাইরেল্লি অ্যাঞ্জেল স্কুটার টায়ার রয়েছে। এছাড়া LED হেডলাইট, ফুল ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার রয়েছে। Elite 125-এর ড্রাই ওয়েট 100 কেজি আর কার্ব ওয়েট 104 কেজির আশেপাশে হতে পারে। এতে 90 মিলিমিটার ট্রাভেলের RSU টেলিস্কোপিক ফোর্ক আর 70 মিলিমিটার ট্রাভেলের রেয়ার সিঙ্গেল সাইডেড মোনোশক সাসপেনশন রয়েছে। এছাড়া সামনে 160 মিলিমিটারের পেটাল ডিস্ক ব্রেক আর পিছনে 130 মিলিমিটারের ড্রাম ব্রেক রয়েছে।