Mahindra Scorpio 2024: মাহিন্দ্রার 2024 সালের মে মাস পর্যন্ত প্রচুর সংখ্যক অর্ডার পেন্ডিং পড়ে রয়েছে। এই অটোমেকারের গোটা ভারতে এখনও পর্যন্ত প্রায় 2.2 লাখ ইউনিট গাড়ি ডেলিভারি দেওয়া বাকি রয়েছে। মাহিন্দ্রার বিখ্যাত স্করপিও রেঞ্জে স্করপিও ক্লাসিক আর স্করপিও এন -মডেল দুটি রয়েছে। এই রেঞ্জে মোট 86 হাজার বুকিং জমা পড়েছে। এটিই এই মাসের সব থেকে বেশি সংখ্যক বুকিং। যদিও কোম্পানি প্রতি মাসে 17 হাজার নতুন বুকিং চালিয়ে যাচ্ছে।
এরপর সবথেকে বেশি বুকিং হয়েছে থার রেঞ্জের। এখনও পর্যন্ত 59 হাজার ইউনিট বুকিং জমা পড়েছে। অপরদিকে XUV 3XO-র 50 হাজার ইউনিট বুকিং করেছে গ্রাহকরা। এই মডেল গত মাসের শেষের দিকে লঞ্চ করা হয়েছিল। যার দাম শুরু হয়েছে 7.49 লক্ষ টাকা থেকে। বুকিং শুরু হওয়ার পর এক দিনেই উপরে উল্লিখিত মাইলফলক অর্জন করেছে এই গাড়ি।
এই গাড়ির বুকিং শুরু হয়েছে 15 ই মে, সকাল 10 টা থেকে। বুকিং শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই তুমুল সফলতা পেয়েছে কোম্পানি। বুকিং শুরুর মাত্র 10 মিনিটের মধ্যে 27 হাজারের বেশি বুকিং জমা পড়ে। আর 60 মিনিটের মধ্যে এই গাড়ির বুকিংয়ের সংখ্যা দাঁড়ায় 50 হাজারে। Mahindra XUV 3XO-র বুকিং অ্যামাউন্ট 21 হাজার টাকা ধার্য করেছে কোম্পানি। গাড়ির ডেলিভারি শুরু হচ্ছে 2024 সালের 26 শে মে থেকে। Mahindra XUV 3XO-তে আপনারা 9টি ভেরিয়েন্টে পেয়ে যাবেন। যথা:- MX1, MX2, MX2 Pro, MX3, MX3 Pro, AX5, AX5 L, AX7 ও AX7 L। এই গাড়ির দাম 7.49 লাখ টাকা (এক্স শোরুম) থেকে 15.49 লাখ টাকার (এক্স শোরুম) মধ্যে।