Bike Loan

TVS Apache RTR 160: টিভিএস এর ধাসু বাইক এখন হাতের মুঠোয়! 40 হাজার টাকার বিনিময়ে আজই কিনুন

Aindrila Dhani

Published on:

used-tvs-apache-rtr-160-under-40000

ভারতে টু-হুইলারের মার্কেট দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। এখানে এন্ট্রি লেভেল স্পোর্টস বাইকের চাহিদা চোখে পড়ার মতো। এই সেগমেন্টে আপনারা Hero থেকে শুরু করে TVS, Yamaha সব কোম্পানির বাইক পেয়ে যাবেন। তবে এই ধরনের বাইকের দাম কিন্তু নেহাত কম নয়। আজ আমরা সস্তায় কিভাবে বাইক কিনবেন, তা জানাবো।

   

এইসব কোম্পানির স্পোর্টস বাইক গ্রাহকদের বেশ পছন্দের। যদি আমরা TVS Motors-এর কথা বলি, তবে Apache RTR 160 একটি ভালো বিকল্প। এই মডেল তার স্পোর্টস ডিজাইন আর আধুনিক ফিচারের জন্য বিখ্যাত। এটি আপনারা মাত্র 36 হাজার টাকায় কিনতে পারবেন। জেনে নিন বিস্তারিত।

TVS Apache RTR 160: ইঞ্জিন

TVS Apache RTR 160-তে ফুয়েল ইনজেক্টটেড টেকনোলজির ব্যবহার করা হয়েছে। এতে 159.7cc-র ইঞ্জিন রয়েছে। যা সর্বাধিক 16.04 Ps শক্তি ও 13.85 Nm টর্ক উৎপাদন করে। এই বাড়িতে সিঙ্গেল চ্যানেল অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম ও ডিস্ক ব্রেকের কম্বিনেশন রয়েছে। এটি প্রতি লিটারে 47 কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম।

TVS Apache RTR 160: দাম

TVS Apache RTR 160-র এক্স শোরুম দাম 1.20 লাখ টাকা থেকে শুরু হচ্ছে। এই বাইকের টপ মডেলের এক্স শোরুম দাম 1.27 লাখ টাকা। তবে আপনারা যদি এই বাইকটি সস্তায় কিনতে চান, সেক্ষেত্রে দারুন অফার রয়েছে।

TVS Apache RTR 160: ডিলস্

TVS Apache RTR 160 আপনারা মাত্র 36 হাজার টাকায় কিনতে পারবেন। এই বাইকের 2014 সালের মডেল Olx ওয়েবসাইটে বিক্রির জন্য লিস্টিং করা হয়েছে। বাইকটির কন্ডিশন যথেষ্ট ভালো। এখনও পর্যন্ত 35 হাজার কিলোমিটার পর্যন্ত চালানো হয়েছে।

এছাড়া সাদা রংয়ের TVS Apache RTR 160 আপনারা Olx-এ পেয়ে যাবেন। এটি 2015 সালের মডেল। এই বাইকটি এখনও পর্যন্ত 40 হাজার কিলোমিটার পর্যন্ত চালানো হয়েছে। এটি আপনারা 40 হাজার টাকার বিনিময়ে কিনতে পারবেন।

বাইক কেনার আগে অবশ্যই নিজেরা যাচাই করে নেবেন। আমাদের ওয়েবসাইট কোন কিছুর জন্য দায়ী থাকবে না।