নতুন অবতারে এন্ট্রি নিতে চলেছে yamaha-র ইলেকট্রিক স্কুটার। এবার দুই চাকা নয়, বরং তিন চাকায় চলবে স্কুটার। লঞ্চের আগেই এই মডেলের চাহিদা চোখে পড়ার মতো। এই ইলেকট্রিক স্কুটারে আকর্ষণীয় লুকের পাশাপাশি পেয়ে যাবেন আধুনিক ফিচার্স। জেনে নিন বিস্তারিত।
আমাদের দেশে বিভিন্ন ধরনের বাইক ও স্কুটার রয়েছে। এখন ইলেকট্রিক টু-হুইলারের চাহিদা দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। গত কয়েক বছরে প্রচুর পরিমাণে ইলেকট্রিক টু-হুইলার ভারতীয় বাজারে লঞ্চ হয়েছে। এবার থ্রি হুইলারের পালা। ইলেকট্রিক অটোমোবাইল সেক্টরে তিন চাকার ইলেকট্রিক স্কুটার লঞ্চ হতে চলেছে। Yamaha নিয়ে এসেছে তাদের নতুন ইলেকট্রিক স্কুটার Tricera। এটি দারুণ একটি মডেল।
Yamaha Tricera স্কুটির ফিচার
আমরা আগেই বলেছি Yamaha Tricera তিন চাকায় চলবে। এটি কিন্তু পেট্রোল চালিত মডেল হবে না। এটি একটি ইলেকট্রিক স্কুটার। রাইডারদের সুবিধার জন্য এমন নতুন ধরনের মডেল বাজারে আনার পরিকল্পনা করেছে Yamaha।
আপনাদের জানিয়ে রাখি, Yamaha Tricera-কে প্রথম জাপানের অটো এক্সপোতে উন্মোচন করা হবে। জনসমক্ষে আনার আগেই এই মডেলটিকে নিয়ে হুলস্থুল পড়ে গেছে। এই ইলেকট্রিক স্কুটার কিন্তু বুলেটকে টক্কর দিতে সক্ষম।
Yamaha Tricera-তে আপনারা আসল হুইল স্টিয়ারিং পেয়ে যাবেন। এর ফলে আপনারা এই মডেলটি কে গাড়ির মত অপারেট করতে পারবেন। এর পিছন দিকের চাকা ব্যবহার করা যাবে। টার্নিং করার সময় এই চাকার সাহায্যে আপনারা সহজেই সেই জায়গা থেকে বাঁক নিয়ে বেরিয়ে আসতে পারবেন। এই ইলেকট্রিক স্কুটারে আপনারা ম্যানুয়াল আর অটোমেটিক মোড পেয়ে যাবেন।