আপনি কি ইলেকট্রিক গাড়ি কিনতে চাইছেন? Tata Motors নিয়ে এসেছে নতুন ইলেকট্রিক ফোর হুইলার। এবার সস্তায় কিনতে পারবেন নিজের পছন্দের মডেল। এতে রয়েছে প্রিমিয়াম ফিচার্স। এই গাড়ি দুর্দান্ত পারফর্মেন্স দিয়ে থাকে। জেনে নিন বিস্তারিত।
বর্তমান সময়ে জ্বালানি তেলের খরচ হঠাৎ করেই বেড়ে গেছে। তাই মানুষ এখন ইলেকট্রিক গাড়ি ব্যবহার করাই বেশি পছন্দ করছেন। Tata Motors গত কয়েক দশক ধরে ভারতে ব্যবসা করে চলেছে। এই কোম্পানির অন্যতম বিখ্যাত মডেল হল Tata Nano। বাজেট ফ্রেন্ডলি এই মডেলটি এবার আপনারা ইলেকট্রিক ভেরিয়েন্টে পাবেন। বাজারে চলে এসেছে Tata Nano EV। প্রিমিয়াম ফিচারের পাশাপাশি রয়েছে শক্তিশালী ব্যাটারি।
Tata Nano EV: ব্যাটারি
এই ফোর হুইলারে শক্তিশালী ব্যাটারি ব্যবহার করা হয়েছে। Tata Nano EV-তে 15.5 কিলোওয়াটের বড় ব্যাটারি রয়েছে। আপনারা এই গাড়িতেই ব্যাটারি চার্জ করতে পারবেন। এর পাশাপাশি চার্জিং স্টেশনেও চার্জ করতে পারবেন।
Tata Nano EV গাড়ির ফিচার্স
কোম্পানি এই গাড়িতে আবশ্যক ও প্রয়োজনীয় সব ধরনের ফিচারের ব্যবহার করেছে। যার ফলে আপনারা লং ড্রাইভে যেতে পারবেন। আর এই সময় আপনাদের কোন সমস্যার সম্মুখীন হতেও হবে না। Tata Nano EV-তে ইলেকট্রিক পাওয়ার স্টিয়ারিং, মাল্টি ইনফর্মেশন ডিসপ্লে, রিমোট কন্ট্রোল সিস্টেম, অ্যান্ড্রয়েড অটো, অ্যাপেল কার প্লে, ব্লুটুথ কানেক্টিভিটি, ফ্রন্ট পাওয়ার উইন্ডো আর 7 ইঞ্চির টাচ স্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম সহ বেশ কিছু ফিচার রয়েছে।
Tata Nano EV গাড়ির দাম
আপনি যদি এখন Tata Nano EV কিনতে চান, তাহলে এর এক্স শোরুম দাম পড়বে 2.05 লাখ টাকা। তবে এই ইলেকট্রিক ফোর হুইলারের টপ মডেলের এক্স শোরুম দাম 2.97 লাখ টাকা।