Bajaj Auto একটি বিখ্যাত টু-হুইলার ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এই কোম্পানির Pulsar সিরিজ ভীষণ জনপ্রিয়। সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে Bajaj Pulsar F250। এই মডেলটি Bajaj Pulsar NS400Z-এর বৈশ্বিক লঞ্চ উপলক্ষে সকলের সামনে আনা হয়েছিল। সম্প্রতি এর দাম কোম্পানি উন্মোচন করেছে। Bajaj Pulsar F250-এর লঞ্চ খুব চুপিসারেই সেরে ফেলেছে কোম্পানি। এই মডেল ইতিমধ্যে শোরুমে পৌঁছানো শুরু হয়ে গেছে।
Bajaj Pulsar F250-এর ডিজাইন
2024 Bajaj Pulsar F250-এর ডিজাইন 2023 মডেলের মতোই রাখা হয়েছে। তবে এতে নতুন কালো রং দেখতে পাবেন। এই বাইকে লাল আর সাদা রংয়ের গ্রাফিক্স রয়েছে। পূর্ববর্তী মডেলের সাথে এই মডেলের কিছু কিছু মিল থাকলেও, এর সম্পূর্ণ ডিজাইনের সাথে মিল পাবেন না। Bajaj Pulsar F250 আর 2024 Bajaj Pulsar N250-এর মধ্যে সবথেকে বড় দৃশ্যগত পার্থক্য হল সেমি ফেইরিং। এছাড়া আরেকটি পার্থক্য হল, এই নতুন বাইকে কনভেনশনাল টেলিস্কোপিক ফোর্ক রয়েছে। অপরদিকে Pulsar N250 মডেলে আপ সাইড ডাউন ফোর্ক যুক্ত করা হয়েছে।
Bajaj Pulsar F250-এর ফিচার্স
অন্যান্য Bajaj Pulsar-এর মতো একই ফিচার্স রয়েছে Bajaj Pulsar F250-এ। এই মডেলে আপনারা নতুন ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ব্লুটুথ কানেক্টিভিটি আর টার্ন বাই টার্ন নেভিগেশন পেয়ে যাবেন। এর পাশাপাশি Bajaj Pulsar F250-এ 3টি ABS মোড রয়েছে- রেইন, রোড আর স্পোর্ট।
Bajaj Pulsar F250-এর ইঞ্জিন ও পারফরম্যান্স
এই বাইকে 249.07cc অয়েল কুল্ড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। যা 8,750 rpm-এ 24 bhp শক্তি ও 6,500 rpm-এ 21.5 Nm টর্ক উৎপাদন করে। এই ইঞ্জিনের সাথে রয়েছে 5 স্পিড গিয়ার বক্স। এতে 140 সেকশন রেয়ার টায়ার যুক্ত করা হয়েছে।
Bajaj Pulsar F250-এর দাম
Bajaj Pulsar F250-এর এক্স শোরুম দাম 1.51 লাখ টাকা। এই বাইক কেনার জন্য আপনাকে ন্যূনতম ডাউন পেমেন্ট হিসাবে 17,000 টাকা জমা দিতে হবে এবং তার পরে আপনাকে প্রতি মাসে 5,018 টাকা মাসিক ইএমআই দিতে হবে।