বর্তমান সময়ে পেট্রোল আর ডিজেলের দাম ক্রমাগত বেড়েই চলেছে। তাই মানুষ এখন বেশি মাইলেজের বাইক কেনাই পছন্দ করছে। গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে কোম্পানিগুলিও বেশি মাইলেজের বাইক লঞ্চ করা শুরু করেছে। আপনি যদি ভালো মাইলেজের নতুন বাইক কিনতে চান, তবে আজকের প্রতিবেদনটি আপনার কাজে লাগবে।
আকর্ষণীয় লুকের পাশাপাশি রয়েছে শক্তিশালী ইঞ্জিন। প্রতি লিটারে 80 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে পারে Bajaj CT100। কমিউটার সেগমেন্টে এটি খুবই বিখ্যাত একটি মডেল। জেনে নিন বিস্তারিত।
Bajaj CT 100-এর ইঞ্জিন
এটি বেস্ট মাইলেজের বাইক। এতে 102cc-র সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিন সর্বাধিক 7.9 Ps শক্তি ও 8.34 Nm টর্ক উৎপাদন করে। সুরক্ষার জন্য এই বাইকের চাকায় ড্রাম ব্রেকের ব্যবহার করা হয়েছে। এটি প্রতি লিটারে 70 কিলোমিটার থেকে 80 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে পারে।
Bajaj CT 100-এর ফিচার্স
এই বাইকে কম্বি ব্রেকিং সিস্টেমের ব্যবহার করা হয়েছে। Bajaj CT 100-এর কার্ব ওয়েট 115 কেজি। এতে 17 ইঞ্চির অ্যালয় হুইল আর টিউব টায়ার রয়েছে। এই মডেলে অ্যানালগ ওডোমিটার, অ্যানালগ স্পিডোমিটর, অ্যানালগ ট্রিপ মিটার, ফুয়েল গেজ ইত্যাদি রয়েছে।
Bajaj CT 100-এর দাম
ভারতীয় বাজারে Bajaj CT 100-এর এক্স শোরুম দাম 53 হাজার 696 টাকা। তবে আপনারা চাইলে সেকেন্ড হ্যান্ড মডেল অনলাইন ওয়েবসাইট থেকে কিনতে পারবেন। Olx-এ এই বাইক আপনারা খুব সস্তায় পেয়ে যাবেন।
Bajaj CT 100-এর ডিল
Olx-এ সম্প্রতি Bajaj CT 100-এর 2017 সালের মডেল বিক্রির জন্য লিস্টিং করা হয়েছে। এটি 33 হাজার কিলোমিটার পর্যন্ত চালানো হয়েছে। বেশ ভালো ভাবেই মেইনটেনেন্স করা হয়েছে। এটি আপনারা মাত্র 30 হাজার টাকায় কিনতে পারবেন।
2017 সালের আরেকটি মডেল Olx-এ বিক্রির জন্য লিস্টিং করা হয়েছে। সেটি 78 হাজার কিলোমিটার পর্যন্ত চালানো হয়েছে। এর দাম 32 হাজার 500 টাকা ধার্য করা হয়েছে।