Bajaj Pulsar NS400Z 2024: এখন বাইক কেনা তুলনামূলক সহজ হয়ে গেছে। প্রয়োজনে গ্রাহকরা ফাইন্যান্স প্ল্যানে বাইক কিনতে পারছেন। ফলে তাদের আর একেবারে অনেক টাকা পকেট থেকে বার করতে হচ্ছে না। মধ্যবিত্ত মানুষ নিজের শখ থাকলেও টাকার কথা ভেবে পিছিয়ে আসেন। ফাইনান্স প্ল্যানের কারণে আজ বহু মানুষ নিজেদের শখ পূরণ করতে পারছেন।
ভারতে বহু টু-হুইলার ম্যানুফ্যাকচারিং কোম্পানি রয়েছে। সেগুলির মধ্যে থেকেই অন্যতম হল Bajaj Auto। সম্প্রতি এই কোম্পানি বাজারে নিয়ে এসেছে Bajaj Pulsar NS400Z। আকর্ষণীয় লুকের পাশাপাশি এতে পেয়ে যাবেন শক্তিশালী ইঞ্জিন। এছাড়া কোম্পানি এই বাইকে বেশ কিছু আধুনিক ফিচারের ব্যবহার করেছে। এবার মাত্র 21 হাজার টাকা খরচ করতে পারলেই বাড়িতে আনতে পারবেন Bajaj Pulsar NS400Z! কোম্পানি তাদের এই নতুন মডেলে নিয়ে এসেছে দারুন অফার। জেনে নিন বিস্তারিত।
Bajaj Pulsar NS400Z-এর শক্তিশালী ইঞ্জিন
কোম্পানি তাদের Bajaj Pulsar NS400Z বাইকে 373.27cc-র bs6 2.0 ইঞ্জিন ব্যবহার করেছে। যা 40 Ps শক্তি ও 35 Nm টর্ক জেনারেট করে। এছাড়া এই বাইকে 12 লিটারের ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি রয়েছে।
Bajaj Pulsar NS400Z-এর ফিচারস
এই বাইকে টার্ন বাই টার্ন নেভিগেশন, ইলেকট্রনিক রাইডার অ্যাপস, ফোন কানেক্টিভিটি, LED লাইটিং সেটা, সিগন্যাল ইন্ডিকেটর, ব্লুটুথ কানেক্টিভিটি, সুইচেবল ট্রাকশন কন্ট্রোল, কল ও এসএমএস নোটিফিকেশনের মতো ফিচার রয়েছে।
Bajaj Pulsar NS400Z-এর দাম ও ফাইন্যান্স প্ল্যান
Bajaj Pulsar NS400Z বাইকের এক্স শোরুম দাম 2.05 লাখ টাকা। তবে আপনারা চাইলে ফাইন্যান্স প্ল্যানে এটি কিনতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের 21 হাজার টাকা ডাউন পেমেন্ট করতে হবে। আর বাকি 1.84 লাখ টাকা সুদ সহ প্রতি মাসে শোধ করতে হবে। 3 বছরের জন্য 9.7 শতাংশ সুদে 5 হাজার 914 টাকা করে EMI দিতে হবে।