নিজের মাস্কুলার লুক আর শক্তিশালী ইঞ্জিন সহ খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে নতুন Yamaha R15 V4। কত দাম হতে চলেছে এই বাইকের? কী কী ফিচার্স থাকবে এতে? এই ধরনের সব প্রশ্নের উত্তর দেখে নিন আজকের প্রতিবেদনে।
Yamaha গত কয়েক দশক ধরে ভারতে ব্যবসা করছে। এই কোম্পানির অন্যতম বিখ্যাত মডেল হল Yamaha R15। এবার এই বাইকের চতুর্থ ভার্সন বাজারে আসতে চলেছে। আকর্ষণীয় মাস্কুলার লুকের পাশাপাশি এতে পেয়ে যাবেন শক্তিশালী ইঞ্জিন। রিপোর্ট অনুযায়ী, কোম্পানি এতে এডভান্স ফিচার যুক্ত করবে। এছাড়া এতে থাকবে লিকুইড কুল্ড ইঞ্জিন। জেনে নিন বিস্তারিত।
New Yamaha R15 V4: ইঞ্জিন
এই বাইকে 155 সিসির লিকুইড কুল্ড ফুয়েল ইনজেক্টেড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যা 10,000 rpm-এ 18.4 Ps শক্তি ও 7,500 rpm-এ 14.2 Nm টর্ক উৎপাদন করবে। এই ইঞ্জিনের সাথে ট্রাকশন কন্ট্রোল সিস্টেম ও কুইক সিফ্টার দেওয়া হয়েছে।
New Yamaha R15 V4: ফিচারস
কোম্পানি জানিয়েছে, এই বাইকে আধুনিক ফিচারের ব্যবহার করা হবে। এতে মাস্কুলার ফুয়েল ট্যাংক, স্প্লিট সিট, LED DRL, শার্প টেইল লাইট সহ বেশ কিছু সুবিধা পেয়ে যাবেন। এছাড়া এই বাইকে অ্যাসিস্ট ও স্লিপার ক্লাচ থাকবে। New Yamaha R15 V4-এ 37 মিলিমিটারের আপ সাইড ডাউন ফ্রন্ট ফোর্ক যুক্ত করা থাকবে। এই বাইকে সুরক্ষার জন্য ডাবল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেমের ব্যবহার করা হয়েছে। এর সামনের চাকায় 282 মিলিমিটারের ডিস্ক ব্রেক আর পিছনের চাকায় 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক রয়েছে। ফলে বাইক হাই স্পিডে চালালেও ব্রেক কষতে অসুবিধা হবে না।
New Yamaha R15 V4: দাম
এই বাইকের এক্স শোরুম দাম মাত্র 2.15 লাখ টাকা। তবে আপনারা ফাইন্যান্স প্ল্যানেও এটি কিনতে পারবেন। এই বাইকের ব্যাপারে বিস্তারিত জানতে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট চেক করুন।