ভারতীয় বাজারে এখন ইলেকট্রিক বাইকের ট্রেন্ড চলছে। আর এই সুযোগকে কাজে লাগিয়েছে বেশ কিছু কোম্পানি। একের পর এক নতুন বাইক লঞ্চ হয়ে চলেছে ভারতে। রীতিমতো জোরদার টক্কর চলছে একে অপরের সাথে। বিভিন্ন বাজেট আর রেঞ্জের ইলেকট্রিক বাইক আপনারা পেয়ে যাবেন। আজ আমরা আপনাদের জন্য নতুন একটি ইলেকট্রনিক বাইকের খোঁজ এনেছি। জেনে নিন বিস্তারিত।
সম্প্রতি ভারতীয় বাজারে নতুন একটি ইলেকট্রিক বাইক লঞ্চ হয়েছে। এটি ভারতের পেট্রোল চালিত বাইকগুলিকে সোজাসুজি টক্কর দিতে সক্ষম। এর ডিজাইন স্পোর্টস বাইকের মতো রাখা হয়েছে। আপনারা যাঁরা স্পোর্টি লুকের বাইক পছন্দ করেন, তাঁরা চাইলে এই বাইকটি কিনতে পারেন। দীর্ঘ রেঞ্জ আর দুর্দান্ত ফিচারের এই বাইক আপনারা প্রাত্যহিক জীবনে ব্যবহার করতে পারবেন। এছাড়া এর সর্বোচ্চ গতিবেগও বেশ ভালো। এই প্রতিবেদনে আমরা কথা বলছি ABZO VS01-এর সম্পর্কে।
ABZO VS01-এর ব্যাটারি ও রেঞ্জ
এই ইলেকট্রিক বাইকে 5.2 কিলোওয়াট আওয়ার ক্যাপাসিটির লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে। এটি একবার সম্পূর্ণ চার্জ হলে 180 কিলোমিটারের বেশি রেঞ্জ দিতে পারবে। এর পাশাপাশি 6300 ওয়াটের BLDC টেকনোলজির ইলেকট্রিক মোটর ব্যবহার করা হয়েছে। এর সাহায্যে ABZO VS01 বেশ ভালো গতিতে যেতে পারবে।
ABZO VS01-এর গতিবেগ
এটি একটি ইলেকট্রিক বাইক। কিন্তু তা সত্বেও পেট্রোল চালিত বাইকগুলিকে জোরদার টক্কর দিতে সক্ষম এটি। এতে শক্তিশালী ইলেকট্রিক মোটর ব্যবহার করা হয়েছে। যা ভালো পাওয়ার জেনারেট করতে পারে। এই কারণে প্রতি ঘন্টায় 125 কিলোমিটার বেগে ছুটতে পারে ABZO VS01। এই ইলেকট্রিক বাইকের দুই চাকাতেই ডবল ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে।
ABZO VS01-এর দাম
এবার আমরা কথা বলব ABZO VS01-এর দাম সম্পর্কে। এই ইলেকট্রিক বাইকের এক্স শোরুম দাম 1.32 লাখ টাকা। তবে আপনারা চাইলে ফাইন্যান্স প্ল্যানে এটি কিনতে পারবেন। সেক্ষেত্রে ডাউন পেমেন্ট দেওয়ার পর প্রতি মাসে 4 হাজার 250 টাকা করে EMI দিতে হবে।