হঠাৎ করে পেট্রোল আর ডিজেলের দাম বেড়ে গেছে। পেট্রোল আর ডিজেলের উর্ধ্বমুখী দামের কারণে সাধারণ মানুষ প্রয়োজনের খাতিরেও গাড়ি ব্যবহার করতে ভয় পাচ্ছেন। সমস্যা যখন আমাদের সামনে এসে দাঁড়ায় তার পিছন পিছন কিন্তু সমাধানও ঠিক চলে আসে। এই যেমন জ্বালানি তেলের অতিরিক্ত খরচ বাঁচাতে অ্যাডভান্স টেকনোলজির ইলেকট্রিক গাড়ি ভারতীয় বাজারে লঞ্চ হয়েছে। আর আশ্চর্যজনকভাবে খুব অল্প সময়ের মধ্যেই এইসব মডেলের চাহিদা দ্রুতহারে বেড়ে গেছে।
গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে Tata Motors দুর্দান্ত কোয়ালিটির ফোর হুইলার ম্যানুফ্যাকচারিং করেছে। যা সম্প্রতি ভারতীয় বাজারে লঞ্চ হয়ে গেছে। এই মডেল লঞ্চের পর থেকে গ্রাহকরা বেশ পছন্দ করছেন। এই গাড়িতে গ্রাহকদের সমস্ত সুবিধার দিকে নজর রেখেছে কোম্পানি। এতে ব্যবহার হয়েছে অত্যাধুনিক ফিচার ও শক্তিশালী ব্যাটারি প্যাক। জেনে নিন বিস্তারিত।
Tata Curvv-এর ফিচার্স
বর্তমান সময়ে ভারতীয় বাজারে ইলেকট্রিক গাড়ির একাধিক অপশন আপনারা পেয়ে যাবেন। তবে এইসব মডেল বিক্রির দিক থেকে এগিয়ে রয়েছে Tata Motors। বর্তমানে ভারতীয় অটোমোবাইল সেক্টরের 70 শতাংশ মার্কেট শেয়ার Tata নিয়ে রেখেছে। Tata Curvv-এর ফিচারের কথা বলতে গেলে- এতে আপনারা মোবাইল কানেক্টিভিটি, ক্রুজ কন্ট্রোল আর ব্লুটুথ কানেক্টিভিটি পেয়ে যাবেন। এছাড়া এতে LED লাইট বার ও স্প্লিট LED হেডলাইট রয়েছে।
Tata Curvv-এর রেঞ্জ
এতে ভালো মাইলেজ ও ক্যাপাসিটি দেওয়া হয়েছে। এটি সম্পূর্ণ চার্জে 500 কিলোমিটার মাইলেজ দিতে পারে। ফলে আপনারা লং জার্নিতে কোন সমস্যা ছাড়াই এটি ব্যবহার করতে পারবেন।
Tata Curvv-এর দাম
এবার আমরা Tata Curvv-এর দাম সম্পর্কে কথা বলব। বর্তমানে এই গাড়ির এক্স শোরুম দাম 10.50 লাখ টাকা থেকে 11.50 লাখ টাকার মধ্যে।