Honda CB1000 Hornet: Honda Motorcycle and Scooter India তাদের নতুন মডেল CB1000 Hornet-এর ডিজাইন পেটেন্ট ভারতে রেজিস্টার করেছে। এটি CB1000R Neo Sports Cafe-র উত্তরসূরি। এই মডেলের সফলতার পর কোম্পানি CB1000 Hornet বাজারে লঞ্চ করার পরিকল্পনা করছে। শার্প কাট ও ক্রিজ সহ এই বাইকের ডিজাইন অ্যাগ্রেসিভ ধরনের রাখা হয়েছে। তবে আপনারা এই মডেলের ডিজাইনের সাথে বর্তমান Ducati Streetfighter-এর মিল দেখতে পাবেন।
CB1000 Hornet-এ 999cc ইন-লাইন 4 সিলিন্ডার মোটর রয়েছে। যা 147 bhp শক্তি ও 100 Nm টর্ক উৎপাদন করে। এই ইঞ্জিনের সাথে 6 স্পিড গিয়ার বক্স রয়েছে। এছাড়া এতে ট্রেলিস ফ্রেম রয়েছে। এর সামনে Showa সাসপেনশন ফোর্ক ও প্রো লিঙ্ক শক রয়েছে। এর দুদিকেই প্রিলোড ও রিবাউন্ড অ্যাডজাস্টেবল সাসপেনশন রয়েছে। CB1000 Hornet-এর সামনে ও পিছনে 17 ইঞ্চির চাকা রয়েছে। এই দুই চাকায় সিঙ্গেল মাউন্টেড ডিস্ক ব্রেকের ব্যবহার করেছে কোম্পানি।
এই বাইকে 5 ইঞ্চির TFT ডিসপ্লে ও 3 টি রাইডিং মোড রয়েছে। এই মডেলটি গত বছর আন্তর্জাতিক বাজারে উন্মোচন করছিল Honda। এবার ভারতে লঞ্চ করার জন্য এই বাইকের পেটেন্ট ডিজাইন রেজিস্টার করেছে। ফলে বোঝাই যাচ্ছে এই জাপানি বাইক নির্মাতা কোম্পানি এবার 1000cc সেগমেন্টে প্রবেশ করতে চাইছে। অবশ্য এখনও পর্যন্ত Honda-র অফিশিয়াল ওয়েবসাইটে 1000cc-র কোনো বাইক লিস্ট করা দেখাচ্ছে না।