Flying Taxi:আপনি কি কখনও ফ্লাইং কার অর্থাৎ উড়ন্ত গাড়ির সম্পর্কে শুনেছেন? রাস্তায় এখন এত ট্রাফিক হয়ে গেছে মাঝে মাঝে মনে হয় উড়ে উড়ে গন্তব্যে পৌঁছানো গেলে ভালো হত। আমাদের এই ইচ্ছে এবার পূরণ হতে চলেছে। খুব শীঘ্রই আসতে চলেছে ফ্লাইং ট্যাক্সি। এই প্রযুক্তি নিয়ে বর্তমানে কাজ চলছে।
সম্প্রতি আমাদের দেশের অন্যতম বিখ্যাত ব্যবসায়ী আনন্দ মাহিন্দ্রা তাঁর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া থেকে একটি পোস্ট শেয়ার করেছেন। এই পোস্টে ফ্লাইং ট্যাক্সির প্রথম ঝলক দেখানো হয়েছে। তিনি জানিয়েছেন এই ফ্লাইং ট্যাক্সির মডেল IIT মাদ্রাসের পড়ুয়ারা বানিয়েছেন।
এবার ভারতে তৈরি হল Flying Taxi
আনন্দ মাহিন্দ্রা একজন বিখ্যাত ব্যবসায়ী। তিনি সোশ্যাল মিডিয়াতে বেশ অ্যাক্টিভ। এমনকি তিনি নিজেও সোশ্যাল মিডিয়ায় নেট নাগরিকদের চর্চার কেন্দ্র হয়ে ওঠেন। আরও একবার ফ্লাইং ট্যাক্সির কারণে চর্চায় উঠে এসেছেন।
আসলে তিনি তাঁর অফিসিয়াল ‘X’ হ্যান্ডেল থেকে ফ্লাইং ট্যাক্সির ভিডিও পোস্ট করেছিলেন। এই ফ্লাইং ট্যাক্সি খুব শীঘ্রই ভারতে লঞ্চ হবে। এর পাশাপাশি তিনি IIT মাদ্রাসের প্রভূত প্রশংসা করেছেন। তিনি জানিয়েছেন, এই উদ্ভাবন সবথেকে বেশি এক্সাইটিং ও এক্টিভ ইনকিউবেটর্স। তিনি IIT মাদ্রাসকে এই প্রযুক্তির জন্য ধন্যবাদ জানিয়েছেন। আরো বলেন, আগামী দিনে ভারতে উদ্ভাবকের কোনো কমতি থাকবে না।
ফ্লাইং ট্যাক্সির ফিচার্স
এটি লঞ্চ হওয়ার পর ভারতের সর্বপ্রথম ফ্লাইং ট্যাক্সি হবে। এই ফ্লাইং ট্যাক্সিতে দুজন যাত্রী বসতে পারবেন। এটি একবার সম্পূর্ণ চার্জে 200 কিলোমিটার রেঞ্জ দিতে পারবে। এটি সম্পূর্ণভাবে ইলেকট্রিক মডেল। এর দাম এখনও জানা যায়নি। আর লঞ্চ সম্পর্কেও কিছু জানা যায়নি।