ভারত ক্রিকেট প্রেমী একটি দেশ। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নাম জানেন না, এমন মানুষ পাওয়া যাবে না। তিনি ক্যাপ্টেন কুল নামে পরিচিত। খেলার পাশাপাশি তার আরও একটি জিনিসের প্রতি অগাধ ভালোবাসা রয়েছে। সেটি হল বাইক। সম্প্রতি তাঁকে একটি ইলেকট্রিক বাইসাইকেল চালাতে দেখা গেছে। আজ এই সম্পর্কেই আমরা কথা বলব।
ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে সম্প্রতি চেন্নাইয়ের রাস্তায় E-Motorad Doodle V3 চালাতে দেখা গেছে। এটি ভারতে তৈরি একটি ইলেকট্রিক বাইসাইকেল। ক্যাপ্টেন কুলের এই ভিডিও বৃহস্পতিবার ইনস্টাগ্রামে ভাইরাল ভায়ানির অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। এখনও পর্যন্ত এই ভিডিওতে 1.5 লাখের কাছাকাছি লাইক পড়ে গেছে।
E-Motorad Doodle V3 আসলে একটি ফোল্ডিং ইলেকট্রিক বাইসাইকেল। এটি প্রতি ঘন্টায় সর্বোচ্চ 25 কিলোমিটার বেগে ছুটতে পারে। এছাড়া এতে রেগুলার প্যাডেলের অপশনও রয়েছে। এই ইলেকট্রিক মডেলে 12.75 Ah-এর ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে। একবার সম্পূর্ণ চার্জে এটি 60 কিলোমিটার রেঞ্জ দিতে পারে। রিপোর্ট অনুযায়ী, এতে আপনারা 7 স্পিড শিমানো গিয়ার সিস্টেম, LCD ডিসপ্লে ও USB চার্জিং পোর্টের সুবিধা পেয়ে যাবেন।
এছাড়া এই বাইসাইকেলে লক আউট অপশন সহ টেলিস্কোপিক ফোর্ক রয়েছে। ফোল্ডিং ইলেকট্রিক বাইসাইকেল হওয়ার কারণে অল্প জায়গায় এটি রাখা সম্ভব। যাঁদের বাড়িতে পার্কিংয়ের জায়গা নেই বা অল্প জায়গা, তাঁরা নির্দ্বিধায় এই বাইসাইকেলটি কিনতে পারেন। এতে ব্যবহৃত ব্যাটারি বাইসাইকেলে রেখে চার্জ করা যাবে। আবার আপনারা চাইলে বাইসাইকেল থেকে আলাদা করেও এটি চার্জ করতে পারবেন। এর দাম 53 হাজার টাকা।