Bike Loan

TVS Apache RTR 160: শখ পূরণ করার দিন চলে এসেছে! জলের দরে টিভিএস, দাম মাত্র 42 হাজার

Aindrila Dhani

Published on:

tvs-apache-rtr-160-dream-bike-now-in-your-budget

আপনি কি নতুন বাইক কিনতে চাইছেন? 160cc সেগমেন্টে চলে এসেছে একটি শক্তিশালী বাইক। বাজেটের মধ্যে যদি নতুন বাইক কেনার প্ল্যান করছ থাকেন, তবে TVS Apache RTR 160 আপনার জন্য বেস্ট অপশন হতে পারে। লঞ্চের পর থেকেই এই মডেলটি গ্রাহকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে।

   

ভারতে বেশকিছু কোম্পানি টু-হুইলার ম্যানুফ্যাকচার করছে। TVS Motors তাদের মধ্যে থেকে অন্যতম। স্টাইলিশ লুক, শক্তিশালী ইঞ্জিন ও দুর্দান্ত মাইলেজ সহ এই বাইক আপনার মন জিতে নিতে পারবে। মাত্র 42 হাজার টাকা খরচ করলেই পেয়ে যাবেন এই মডেল। আজকের প্রতিবেদনে TVS Apache RTR 160-র সম্পর্কে আলোচনা করব।

TVS Apache RTR 160-এর শক্তিশালী ইঞ্জিন

এই বাইক তার শক্তিশালী ইঞ্জিনের জন্য বিখ্যাত। TVS Apache RTR 160-তে 159.7cc-র এয়ার কুল্ড ইঞ্জিন রয়েছে। যা 8,750 rpm-এ 16.04 Ps শক্তি ও 7,000 rpm-এ 13.85 Nm টর্ক উৎপাদন করে। এছাড়া এতে ব্যবহৃত 5 স্পিড গিয়ার বক্সের কারণে আপনারা স্মুথ রাইডিং উপভোগ করতে পারবেন। শহরের মধ্যে হোক বা হাইওয়ে, এই মডেল আপনাদের যেকোন রাস্তায় দারুন পারফরম্যান্স দেবে।

TVS Apache RTR 160-র মাইলেজ

এবার আমরা TVS Apache RTR 160-র মাইলেজ সম্পর্কে কথা বলব। ARAI সার্টিফিকেশন অনুযায়ী, TVS Apache RTR 160 প্রতি লিটারে 47 কিলোমিটার মাইলেজ দিয়ে থাকে।

TVS Apache RTR 160-র ব্রেকিং সিস্টেম

ভালো পারফরম্যান্সের পাশাপাশি সুরক্ষাও সমানভাবে গুরুত্বপূর্ণ। চালক ও যাত্রীর সুরক্ষার জন্য TVS Apache RTR 160 বাইকের দুটি চাকাতেই ডিস্ক ব্রেকের ব্যবহার করা হয়েছে। সামনের চাকায় 270 মিলিমিটারের ডিস্ক ব্রেক ও পিছনের চাকায় 200 মিলিমিটারের ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে।

TVS Apache RTR 160-র ডিজাইন

TVS Apache RTR 160-র ডিজাইন খানিকটা স্পোর্টি ধরনের রাখা হয়েছে। এর হেডল্যাম্পের লুক বেশ আকর্ষণীয়। এছাড়া এই মডেলে LED টেইল ল্যাম্প, স্প্লিট সিট ও অ্যালয় হুইলের ব্যবহার করা হয়েছে।

TVS Apache RTR 160-র ফিচার

এই নতুন মডেলে ব্লুটুথ কানেক্টিভিটি সহ ডিজিটাল ইন্স্ট্রুমেন্ট ক্লাস্টার যুক্ত করা হয়েছে। ফলে বাইক চালানোর সময় কল ও SMS নোটিফিকেশন দেখতে পাবেন।

TVS Apache RTR 160-র দাম

এই বাইকের 3 টি ভেরিয়েন্ট। যথা:- ড্রাম, ডিস্ক ও ব্লুটুথ সহ ডিস্ক। এর এক্স শোরুম দাম 1.19 লাখ টাকা থেকে 1.26 লাখ টাকার মধ্যে।‌

মাত্র 42 হাজার টাকায় TVS Apache RTR 160!

Olx-এ TVS Apache RTR 160-র পুরোনো মডেল বিক্রির জন্য লিস্টিং করা হয়েছে। সবদিক থেকে বাইকের কন্ডিশন ভালো। 40 হাজার কিলোমিটার পর্যন্ত এটি চালানো হয়েছে। 42 হাজার টাকায় এটি কিনতে পারবেন। কেনার আগে নিজেরা দায়িত্ব সহকারে যাচাই করে নেবেন।