জন্মদিনে প্রিয় মানুষকে উপহার দিতে চাইছেন! বুঝতে পারছেন না কী কিনে দেবেন? তাহলে দ্বিমত না করে কিনে দিতে পারেন এই ইলেকট্রিক সাইকেল। এর দামও খুব একটা বেশি নয়। এর জন্য আপনাদের মাত্র 864 টাকা খরচ হবে। জেনে নিন বিস্তারিত।
এখন ইলেকট্রিক যানবাহনের প্রতি মানুষের ভালোবাসা উপচে পড়ছে। তবে এগুলির দাম খুব একটা কম নয়। ইলেকট্রিক টু-হুইলার সেগমেন্টে এখন আবার ইলেকট্রিক সাইকেল লঞ্চ হওয়া শুরু হয়েছে। ইতিমধ্যে একাধিক মডেল লঞ্চ হয়ে গেছে। আপনারা চাইলে বাজেট ফ্রেন্ডলি দামে Udchalo Virbike কিনতে পারেন।
Udchalo Virbike-এর মোটর ও ব্যাটারি প্যাক
Udchalo Virbike ইলেকট্রিক সাইকেলে 0.27 কিলোওয়াটের ব্যাটারি ও 250 ওয়াটের মোটর ব্যবহার করা হয়েছে। এছাড়া এতে IP67 রেটিং রয়েছে। এটি সিঙ্গেল চার্জে 30 কিলোমিটার রেঞ্জ দিতে পারে। একবার সম্পূর্ণ চার্জ হতে 4 ঘন্টা সময় লাগে।
Udchalo Virbike-এর ফিচার্স
এই ইলেকট্রিক সাইকেলে চার্জিং আউটপুট 36V/2A রয়েছে। এছাড়া সিঙ্গেল সিট, LED লাইট ইত্যাদি রয়েছে। এটি চালাতে প্রতি কিলোমিটারে 7 পয়সা খরচ হবে। সুরক্ষার জন্য Udchalo Virbike ইলেকট্রিক সাইকেলের দুই চাকায় ডিস্ক ব্রেকের ব্যবহার করা হয়েছে।
Udchalo Virbike-এর দাম
এই ইলেকট্রিক সাইকেলের এক্স শোরুম দাম 26 হাজার 999 টাকা। আপনি যদি নগদে কিনতে না চান, তবে ফাইন্যান্স প্ল্যানে কিনতে পারবেন। এক্ষেত্রে আপনার প্রতি মাসে মাত্র 864 টাকা EMI দিতে হবে।