Hero Splendor iSmart: আপনারা কমিউটার সেগমেন্টে বেশ কিছু অপশন পেয়ে যাবেন। এই সব মডেলে আকর্ষণীয় লুকের পাশাপাশি রয়েছে অ্যাডভান্স ফিচার্স। এতে যেমন অনেক ফিচার পাবেন, দামটাও কিন্তু সেই অনুযায়ী দিতে হবে আপনাদের। তাই আজ আমরা আপনাদের জন্য এমন একটি কমিউটার বাইকের খবর এনেছি যা আপনারা খুব কম দামে পেয়ে যাবেন। জেনে নিন বিস্তারিত।
Hero Motocorp একটি বিখ্যাত টু-হুইলার ম্যানুফ্যাকচারিং কোম্পানি। দেশে ও বিদেশে এই কোম্পানির একাধিক বাইক আপনারা দেখতে পাবেন। এই কোম্পানির জনপ্রিয় সিরিজ হলো Hero Splendor। তারই একটি মডেল Hero Splendor iSmart। এতে রয়েছে শক্তিশালী ইঞ্জিন আর আধুনিক ফিচার্স। এটি এবার আপনারা মাত্র 31 হাজার টাকায় ঘরে তুলতে পারবেন।
Hero Splendor iSmart বাইকের শক্তিশালী ইঞ্জিন ও পারফরম্যান্স
এই বাইকে 113.2cc-র এয়ার কুল্ড 4 স্ট্রোক ইঞ্জিন রয়েছে। যা 7,500 rpm এ 9.1 bhp শক্তি ও 5,500 rpm এ 9 Nm টর্ক উৎপাদন করে। দুর্দান্ত পারফর্মেন্সের জন্য এই বাইকের ইঞ্জিনের সাথে 4 স্পিড গিয়ার বক্স যুক্ত করা হয়েছে।
Hero Splendor iSmart বাইকের মাইলেজ
লুক, ইঞ্জিন আর ফিচারের দিক থেকে স্মার্ট একটি মডেল হল Hero Splendor iSmart। মাইলেজের দিক থেকেও কিন্তু দুর্দান্ত একটি মডেল এটি। প্রতি লিটারে 70 কিলোমিটার মাইলেজ দিতে পারে এই বাইক।
Hero Splendor iSmart বাইকের দাম
ভারতীয় বাজারে এই বাইকের দাম 1 লাখ টাকা থেকে 1.10 লাখ টাকার মধ্যে। কিন্তু আপনি যদি এত টাকা দিয়ে কিনতে না চান, তাহলে নতুনের বদলে সেকেন্ড হ্যান্ড মডেল কিনতে পারেন।
মাত্র 31 হাজার টাকায় কিনে ফেলুন Hero Splendor iSmart
এখন অনেকেই সেকেন্ড হ্যান্ড মডেল ব্যবহার করছে। সম্প্রতি Olx-এ Hero Splendor iSmart বাইকের পুরনো মডেল বিক্রির জন্য লিস্ট করা হয়েছে। এটি 2016 সালের মডেল। যে এখনো পর্যন্ত মাত্র 5 হাজার কিলোমিটার চালানো হয়েছে। এটি আপনারা 31 হাজার টাকায় কিনতে পারবেন। তবে কেনার আগে সমস্ত কিছু যাচাই করে নেবেন।