Bike Loan

Hero Splendor Plus: পয়সা উসুল মাইলেজ তাও আবার 15 হাজারে! সপ্ন হলেও সত্যি, দেখে নিন কি ভাবে?

Aindrila Dhani

Published on:

hero-splendor-plus-second-hand

মাত্র 15 হাজার টাকায় বাইক! এও কি সম্ভব? একদম সম্ভব। এবার মাত্র 15 হাজার টাকায় কিনতে পারবেন বাইক। তাও আবার হেনতেন বাইক নয়, Hero Motocorp-এর জনপ্রিয় মডেল। জেনে নিন বিস্তারিত।

এখন বাইকের যা দাম! সাধারণ মধ্যবিত্ত মানুষের পক্ষে বাইক কেনা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আপনাদের জন্য আমরা দারুন একটি অফারের খোঁজ নিয়ে এসেছি। এই অফারের সুযোগ লুফে নিন। Hero Motocorp-এর বিখ্যাত মডেল Hero Splendor Plus এবার মাত্র 15 হাজার টাকায় কিনতে পারবেন। কোনো অতিরিক্ত ফি দিতে হবে না।

   

Hero Splendor Plus বাইকের ইঞ্জিন

এই বাইকে শক্তিশালী ইঞ্জিনের ব্যবহার করা হয়েছে।‌ এতে 97.2cc-র ইঞ্জিন রয়েছে। যা সর্বাধিক 7.9 bhp শক্তি ও 8.05 Nm টর্ক উৎপাদন করে।

Hero Splendor Plus বাইকের ফিচার্স

এই বাইকে দুর্দান্ত ফিচার্স রয়েছে।‌ এতে ফুল ভিজিটাল ইন্স্ট্রুমেন্ট কনসোল, ডিজিটাল স্পিডোমিটার, লো ফুয়েল ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, মাল ফাংশন ইন্ডিকেটর সহ বেশ কিছু ফিচার্স রয়েছে। বাইক ড্রাইভ করার সময় ডিসপ্লেতে SMS ও কল নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়া এতে ব্লুটুথ কানেক্টিভিটি, লো ব্যাটারি ইন্ডিকেটর, রিয়াল টাইম মাইলেজ ইন্ডিকেটর, ইউনিক স্টাইলের LED হেডল্যাম্প ইত্যাদি রয়েছে।

Hero Splendor Plus: দাম

এই বাইকের এক্স শোরুম দাম শুরু হচ্ছে 75 হাজার 441 টাকা থেকে। তবে আপনারা চাইলে মাত্র 15 হাজার টাকায় এটি কিনতে পারবেন। তার জন্য আপনাদের সেকেন্ড হ্যান্ড মডেল কিনতে হবে। এখন বিভিন্ন ওয়েবসাইটে সেকেন্ড হ্যান্ড মডেল কেনাবেচার সুবিধা রয়েছে। আপনারা এমন ওয়েবসাইট থেকে Hero Splendor Plus অনেক কম দামে কিনতে পারবেন।