Bike Loan

Bajaj Pulsar NS400Z: বাইকের জগতে উঠতে চলেছে! দেখতে দুর্দান্ত, ফিচারও ফাটাফাটি

Aindrila Dhani

Published on:

bajaj-pulsar-ns400z-launched

Bajaj Pulsar NS400Z: ভারতীয় বাজারে ইতিমধ্যে লঞ্চ করেছে Bajaj Pulsar NS400Z। এটি Plusar-এর সব থেকে বড় ও শক্তিশালী মডেল। অন্যান্য মডেল গুলোর তুলনায় খানিকটা আলাদা এটি। জেনে নিন বিস্তারিত।

Bajaj Pulsar NS400Z: ডিজাইন

Bajaj Pulsar NS400Z কে দেখলে আপনাদের NS200-এর কথা মনে পড়বে। এতে খানিকটা বড় হেড লাইট রয়েছে। এছাড়া রয়েছে থান্ডারবোল্ট স্টাইলের DRL ও LED প্রজেক্টর লাইট। এতে ইন্টিগ্রেটেড ট্যাংক এক্সটেনশন সহ বড় ট্যাংক রয়েছে। এই নতুন মডেলের টেইল লাইট NS200 -এর মতোই রাখা হয়েছে।

   

Bajaj Pulsar NS400Z বাইকের ফিচার্স

Pulsar ফ্ল্যাগশিপ মডেল হলেই যে ফিচারে একেবারে পরিপূর্ণ হবে তা আর বলার অপেক্ষা রাখে না। এই মডেলে আপনারা LED লাইট, সুইচেবল ট্র্যাকশন কন্ট্রোল, ABS পেয়ে যাবেন। এছাড়া এতে 4 টি রাইডিং মোড রয়েছে। যথা :- রোড, রেইন, স্পোর্ট আর অফ রোড। এর পাশাপাশি Bajaj Pulsar NS400Z মডেলে নতুন ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ব্লুটুথ কানেক্টিভিটি, LCD ইউনিট, টার্ন বাই টার্ন নেভিগেশন ও স্মার্টফোন কানেক্টিভিটির জন্য নির্দিষ্ট অ্যাপের সুবিধা রয়েছে। আপনারা বাইকটি ড্রাইভ করার সময় ডিসপ্লেতে ইনকামিং কল, মিসড কল আর SMS -এর নোটিফিকেশন পেয়ে যাবেন।

Bajaj Pulsar NS400Z: ইঞ্জিন

এই বাইকে আপনারা Dominar 400 -এর মতো একই ইঞ্জিন দেখতে পাবেন। Bajaj Pulsar NS400Z -এ রয়েছে 373cc -র লিকুইড কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। যা 8,800 rpm -এ 39.4 bhp শক্তি ও 6,500 rpm -এ 35 Nm টর্ক উৎপাদন করে। এই বাইকে ইঞ্জিনের সাথে 6 স্পিড গিয়ারবক্স, অ্যাসিস্ট ও স্লিপার ক্লাচ রয়েছে।

Bajaj Pulsar NS400Z: চ্যাসিস

এই বাইকে 43 মিলিমিটারের আপ সাইড ডাউন ফ্রন্ট ফোর্ক আর গ্যাস চার্জড প্রিলোড এডজাস্টেবল রেয়ার মনোশক সাসপেনশন রয়েছে। এছাড়া ব্রেকিং ডিউটির জন্য সামনের চাকায় 320 মিলিমিটারের ডিস্ক ব্রেক আর পিছনের চাকায় 230 মিলিমিটারের ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। পাশাপাশি এতে ডুয়েল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেমের সুবিধাও পেয়ে যাবেন।

Bajaj Pulsar NS400Z: প্রতিদ্বন্দ্বী

এই বাইকটির প্রতিদ্বন্দ্বী হল- Suzuki Gixxer 250 ও Triumph Speed 400।

Bajaj Pulsar NS400Z বাইকের দাম

এই বাইকের এক্স শোরুম মূল্য 1.85 লাখ টাকা থেকে শুরু হচ্ছে‌।