বিখ্যাত গাড়ি নির্মাতা কোম্পানি Tata Motors দুর্দান্ত কোয়ালিটির মডেল লঞ্চ করে থাকে। গ্রাহকরা এই কোম্পানির গাড়ি বেশ পছন্দ করেন। Tata Motors তার গাড়ি বৈশ্বিক বাজারে লঞ্চ করে। বিশ্বজুড়ে এই কোম্পানির গাড়ির জনপ্রিয়তা চোখে পড়ার মতো। এবার নতুন একটি গাড়ি আমাদের সামনে আনতে চলেছে এই কোম্পানি।
Tata Motors-এর Tata Sumo গাড়িতে এডভান্স টেকনোলজির ব্যবহার করা হয়েছে। এছাড়া এতে আধুনিক স্পেসিফিকেশন ও প্রিমিয়াম ফিচার রয়েছে। ব্র্যান্ডেড কোয়ালিটির সমস্ত ইকুইপমেন্ট এতে যুক্ত করা হয়েছে। এই মডেলটি দুর্দান্ত মাইলেজ সহ অন রোড ড্রাইভ করা যাবে। এটি নতুন ও আপডেটেড ফিচার সহ লঞ্চ করেছে কোম্পানি। 2024-এর জনপ্রিয় ফোর হুইলারগুলির মধ্যে থেকে অন্যতম হলো Tata Sumo।
Tata Sumo: ফিচারস
এই গাড়িতে ব্যবহৃত ফিচারের কথা বলতে গেলে, এগুলি সব অ্যাডভান্স টেকনোলজির ওপর নির্ভর করে যুক্ত করা হয়েছে। এটি টপ কোয়ালিটির মডেল। এতে ডিজিটাল স্পিডো মিটার, ফগ লাইট, হুইল কভার্স, পাওয়ার স্টিয়ারিং, পাওয়ার ফ্রন্ট উইন্ডো, এয়ার কন্ডিশনার, 6 এয়ার ব্যাগ, ক্লাইমেট কন্ট্রোল এয়ার কন্ডিশনিং, ভেন্টিলেটেড সিট, রেয়ার ক্যামেরা, স্টীয়ারিং মাউন্টেড কন্ট্রোল ইত্যাদি ফিচার রয়েছে।
Tata Sumo: ইঞ্জিন
এই ফোর হুইলার ভারতীয় বাজারে 2 লিটার রেবট্রন পেট্রল ইঞ্জিন সহ উপলব্ধ করা হয়েছে। এই গাড়িতে 2956cc -র ইঞ্জিন রয়েছে। এতে আপনারা বেশ কিছু আধুনিক ফিচার দেখতে পেয়ে যাবেন। যেগুলির সাহায্যে Tata Sumo প্রতি লিটারে 15 কিলোমিটার মাইলেজ যেতে পারে। এতে ম্যানুয়াল ট্রান্সমিশন রয়েছে।
Tata Sumo মডেলের দাম
এবার আমরা এই টপ কোয়ালিটির গাড়ির দাম সম্পর্কে কথা বলবো। এই গাড়ির দাম শুরু হচ্ছে 5 লাখ টাকা থেকে। তবে আপনারা যদি টপ ভেরিয়েন্ট কিনতে চান তাহলে Tata Sumo -র দাম পড়বে 12 লাখ টাকা। এতে আপনারা 10 সিট, 7 সিট ও 9 সিটের ভেরিয়েন্ট পেয়ে যাবেন।