Super Splendor: আমাদের দেশে ফোর হুইলারের তুলনায় টু-হুইলারের সংখ্যা বেশি। গোটা দেশে মোটামুটি 33 কোটির বেশি বাইক চলে। এখন অনেকেই যাতায়াতের সুবিধার জন্য নতুন বাইকের খোঁজ করছেন। কিন্তু বর্তমান মূল্য বৃদ্ধির বাজারে বাইকের দাম কিন্তু নেহাত কম নয়। তাই ভরসা সেকেন্ড হ্যান্ড মডেল। আজ আমরা আপনাদের দুর্দান্ত একটি বাইকের সেকেন্ড হ্যান্ড মডেল সম্পর্কে কথা বলব।
আপনিও কি বাজেটের কারণে বাইক কিনতে পারছেন না? আজকের প্রতিবেদন আপনার জন্য বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। Hero Motocorp একটি বিখ্যাত টু-হুইলার ম্যানুফ্যাকচারিং সংস্থা। এই কোম্পানির অন্যতম জনপ্রিয় তথা বিখ্যাত মডেল হল Super Splendor। অনেকেই এই বাইকটি কিনতে চাইছেন। কিন্তু দামের জন্য কিনতে পারছেন না। এবার জলের দামে পেয়ে যাবেন Super Splendor।
Super Splendor: ইঞ্জিন ও মাইলেজ
এই বাইকে 125cc-র TOD ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এর সাথে রয়েছে 4 স্পিড গিয়ার বক্স। Super Splendor বাইকটি 7,500 rpm -এ 11.4 Ps শক্তি ও 6,000 rpm-এ 11 Nm টর্ক উৎপাদন করে।
Super Splendor বাইকের দাম
এই বাইকের এক্স শোরুম মূল্য শুরু হচ্ছে 57 হাজার 190 টাকা থেকে।
জলের দরে কিনে ফেলুন Super Splendor!
বর্তমান সময়ে অনেকেই সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে চাইছেন। নতুন Super Splendor -এর দাম অনেক হলেও, সেকেন্ড হ্যান্ড মডেল আপনারা মাত্র 35 হাজার টাকায় কিনতে পারবেন। সম্প্রতি এটি বিক্রির জন্য OLX ওয়েবসাইটে লিস্টিং করা হয়েছে। এটি 25 হাজার কিলোমিটার পর্যন্ত চালানো হয়েছে। তবে কন্ডিশন মোটামুটি ভালই আছে। এটি 35 হাজার টাকায় বিক্রি করা হবে। এই পুরনো বাইকটি 2015 সালের মডেল। আপনারা কিনতে চাইলে সরাসরি দেখে নেবেন।