Birla A 1-4 Bike: এখনকার ইলেকট্রিক বাইক পেট্রোল চালিত বাইকগুলিকে জোরদার টক্কর দিচ্ছে। বর্তমান সময়ে পেট্রোল আর ডিজেলের দাম যা বেড়েছে তা দেখে আর কেউ সাধারণ বাইক কিনতে চাইছে না। এই কারণে ইলেকট্রিক বাইকের চাহিদা ধীরে ধীরে বেড়ে চলেছে। আর কয়েক বছরের মধ্যে রাস্তা ইলেকট্রিক টু-হুইলারে ভরে যাবে।
এখন মানুষ ইলেকট্রিক বাইক কিনতে বেশি পছন্দ করছে। তাই এই মডেলগুলিকে সময়োপযোগী করে তোলার জন্য আধুনিক ফিচার আর শক্তিশালী ব্যাটারি ব্যবহার করছে কোম্পানি। এমনই একটি মডেল হল Birla A 1-4। জেনে নিন বিস্তারিত। এক চার্জে 250 কিলোমিটার রেঞ্জ দেবে!
Birla A 1-4: পারফরমেন্স
এই বাইকে শক্তিশালী ব্যাটারির ব্যবহার করা হয়েছে। এতে 1.56 কিলোওয়াট আওয়ারের ব্যাটারি রয়েছে। সম্পূর্ণ চার্জ হলে এই বাইক 250 কিলোমিটার রেঞ্জ দিতে পারে। এর সাথে রয়েছে অটোমেটিক ট্রান্সমিশন। এই ইলেকট্রিক বাইকটির পাঁচটি ভেরিয়েন্ট, যথা :- 45 Ah, 60 Ah, 75 Ah, 90 Ah ও 105 Ah। এই বাইকের ব্যাটারি চার্জ হতে 2 ঘন্টা থেকে 4 ঘন্টা সময় নেয়।
Birla A 1-4 বাইকের ফিচারস
এই ইলেকট্রিক বাইকে স্টার্ট পুষ বাটন, ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, অ্যান্টি থেফ্ট অ্যালার্ম, ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল ট্রিপ মিটার, সেন্ট্রাল লকিং সিস্টেম ইত্যাদি রয়েছে। এছাড়া Birla A 1-4 বাইকে LED টার্ন সিগন্যাল ল্যাম্প, প্রজেক্টর হেডলাইট, LED টেইল লাইট ও কম্বি ব্রেকিং সিস্টেমের সুবিধা রয়েছে। এই বাইকের সামনের ও পিছনের চাকায় ডিস্ক ব্রেকের ব্যবহার করা হয়েছে।
Birla A 1-4 বাইকের দাম দেখে নিন
এই ইলেকট্রিক বাইকের এক্স শোরুম মূল্য 1.42 লাখ টাকা।