Bajaj Auto তাদের Pulsar লাইন আপ আপডেট পড়ার চেষ্টা করছে। Pulsar 125 মডেলে 2024 সালে নতুন ফিচার যুক্ত করা হয়েছে। ইতিমধ্যে এই মডেলটি ডিলারশিপে আসা শুরু করে দিয়েছে। 2024 Bajaj Pulsar 125 মডেলে নতুন ফুল ডিজিটাল কনসোল যুক্ত করা হয়েছে। এই ফিচার আমরা 2024 Pulsar N250 মডেলেও দেখেছি। এছাড়া এতে নতুন লেফট সুইচ কিউব, মোড বাটন ইত্যাদি যুক্ত করা হয়েছে। তাই আশা করা যাচ্ছে 2024 Bajaj Pulsar 125 বাইকে ABS মোডও থাকতে পারে।
2024 Bajaj Pulsar 125: হার্ডওয়্যার
তবে এই বাইকের ডিজাইন ও হার্ডওয়্যারে খুব একটা পরিবর্তন আনা হয়নি। আগের মতোই মাস্কুলার বডি ওয়ার্ক, DRL হ্যালোজেন হেডলাইট, স্প্লিট সিট, স্প্লিট গ্র্যাব রেইল রাখা হয়েছে এতে। এই বাইকের সামনের দিকে টেলিস্কোপিক ফোর্ক আর পিছন দিকে ডুয়াল স্প্রিংস দেওয়া হয়েছে। সামনের ও পিছনের জায়গায় যথাক্রমে ডিস্ক ব্রেক ও ড্রাম ব্রেকের ব্যবহার করা হয়েছে।
2024 Bajaj Pulsar 125 বাইকের ইঞ্জিন
এই বাইকে 124.4cc-র সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যা 11.64 bhp শক্তি ও 10.8 Nm টর্ক উৎপাদন করে। এই বাইকের সাথে 5 স্পিড গিয়ার বক্স রয়েছে।
2024 Bajaj Pulsar 125 বাইকের দাম
বর্তমানে এই মডেলটির এক্স শোরুম দাম 90 হাজার টাকা। 2024 Bajaj Pulsar 125-এর দাম অপরিবর্তিত থাকতে পারে। লঞ্চ হওয়ার পর এই মডেলটি Honda SP 125, TVS Raider 125 ও Hero Glamour-এর মতো মডেলের সাথে প্রতিযোগিতা করবে।