Bike Loan

Power EV P-Sport: চমকে দেবে বাইকের চেহারা! পয়সা উসুল দামে 210 কিমি রেঞ্জ

Aindrila Dhani

Published on:

power-ev-p-spor-price

বর্তমানে ইলেকট্রিক বাইকের চাহিদা দ্রুত হারে বৃদ্ধি পেয়ে চলেছে। আপনি যদি নতুন ইলেকট্রিক বাইক কেনার প্ল্যান করে থাকেন, তাহলে এই প্রতিবেদনটি আপনার কাজে লাগতে পারে। সম্প্রতি লঞ্চ হয়েছে Power EV P-Sport। কী কী ফিচার্স রয়েছে এতে? জেনে নিন।

   

Power EV P-Sport বাজারে লঞ্চ হওয়ার পর থেকেই গ্রাহকদের আকর্ষণের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই ইলেকট্রিক বাইকে অ্যাডভান্স ফিচার ব্যবহার করা হয়েছে। এছাড়া এতে রয়েছে শক্তিশালী মোটর।

Power EV P-Sport বাইকে কি মোটর ব্যবহার করা হয়েছে

Power EV P-Sport মডেলে 3 কিলোওয়াটের হাব মোটর ব্যবহার করা হয়েছে। এছাড়া এতে হয়েছে শক্তিশালী ব্যাটারি ব্যাক। এই ব্যাটারি একবার সম্পূর্ণ চার্জ দিলে 210 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে। এটি চার্জ হতে সময় লাগে মোটামুটি 4 ঘন্টা মত। এই মডেলটি দুটি ভেরিয়েন্টে উপলব্ধ। একটি হল STD আর অপরটি হল Plus।

Power EV P-Sport বাইকের চার্জ ও স্পিড

এই ইলেকট্রিক বাইকে ব্যবহৃত ব্যাটারির সাথে আপনারা পেয়ে যাবেন ফাস্ট চার্জিং সাপোর্ট। এই চার্জারের সাহায্যে ব্যাটারি চার্জ হতে সময় নেবে 4 ঘন্টা থেকে 6 ঘন্টা। Power EV P-Sport প্রতি ঘন্টায় সর্বোচ্চ 85 কিলোমিটার বেগে ছুটবে।

Power EV P-Sport বাইকের দাম

ভারতীয় বাজারে এই মডেলটি সাশ্রয়ী মূল্যে লঞ্চ করা হয়েছে। এটি আপনারা 1.71 লাখ টাকা (এক্স শোরুম, দিল্লী) থেকে 1.89 লাখ টাকার (এক্স শোরুম, দিল্লি) মধ্যে কিনতে পারবেন।