Bike Loan

Royal Enfield Continental GT 650: Royal Enfield-র বড় ঝটকা! ধাসু বাইক মাত্র 12,575 টাকায়, লুফে নিলো যুবকরা

Aindrila Dhani

Published on:

royal-enfield-continental-gt-650-price

ভারতীয় বাজারে Royal Enfield খুব বিখ্যাত একটি টু-হুইলার ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এই কোম্পানি হাই-পারফরম্যান্স যুক্ত সুপার বাইক লঞ্চের জন্য বিখ্যাত। এখন Royal Enfield Continental GT 650 বাইক প্রেমীদের চর্চার কারণ হয়ে দাঁড়িয়েছে। এর আকর্ষণীয় লুক আর ফিচার্স যুবকদের মন জিতে নিয়েছে।

   

Royal Enfield Continental GT 650 একটি রেসার বাইক। এতে 648cc-র শক্তিশালী ইঞ্জিন রয়েছে। ভারতীয় অটোমোবাইল সেক্টরে এই বাইকের 4 টি ভেরিয়েন্ট আর 7 টি কালার অপশন রয়েছে। জেনে নিন বিস্তারিত।

Royal Enfield Continental GT 650: ইঞ্জিন

এই বাইকে 648cc-র ইঞ্জিন রয়েছে। যা 7,250 rpm-এ 47 bhp শক্তি ও 5,250 rpm-এ 52 Nm টর্ক উৎপাদন করে। প্রতি লিটারে 25 কিলোমিটার মাইলেজ দেয়। Royal Enfield Continental GT 650 প্রতি ঘন্টায় সর্বোচ্চ 169 কিলোমিটার বেগে ছুটতে পারে। এই বাইকের কার্ব ওয়েট 211 কেজি।

Royal Enfield Continental GT 650 বাইকের ফিচার্স

এই বাইকে USB চার্জিং সাপোর্ট, LED ল্যাম্প, ইন্স্ট্রুমেন্ট ক্লাস্টার, সিঙ্গেল চ্যানেল ABS, ডিস্ক ব্রেক রয়েছে। এছাড়া Royal Enfield Continental GT 650-র সামনে টেলিস্কোপিক ফোর্ক সাসপেনশন আর পিছনে টুইন গ্যাস চার্জড শক অ্যাবজর্ভার সাসপেনশন রয়েছে।

Royal Enfield Continental GT 650 বাইকের দাম

এই বাইকটি আপনারা 3 লাখ 66 হাজার 555 টাকা থেকে 3 লাখ 94 হাজার 880 টাকার মধ্যে পেয়ে যাবেন। Royal Enfield Continental GT 650-র প্রতিদ্বন্দ্বী হল-Roayal Enfield Interceptor 650 ও Kawasaki Z650 ইত্যাদি।

Royal Enfield Continental GT 650: EMI Plan

এই রেসিং বাইকের দাম 4 লাখ টাকার কাছাকাছি। এত টাকা নগদে খরচ করা সকলের পক্ষে সম্ভব নয়। তবে আপনারা চাইলে ফাইন্যান্স প্ল্যানে Royal Enfield Continental GT 650 কিনতে পারবেন। তার জন্য 18,328 টাকা ডাউন পেমেন্ট করতে হবে। আর 10 শতাংশ সুদে 12,575 টাকা EMI দিতে হবে।