Bike Loan

ভারতীয়দের জন্য সুখবর! জলের দরে 133 কিমি রেঞ্জ, লঞ্চ হল Deltic Legion

Aindrila Dhani

Published on:

deltic-legion-price

ভারতে যে হারে পেট্রোল আর ডিজেলের দাম বাড়ছে তা মধ্যবিত্ত মানুষের কাছে খুবই সমস্যার। অপরদিকে জ্বালানি তেলের দামের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ইলেকট্রিক অটোমোবাইলের চাহিদা। ইলেকট্রিক অটোমোবাইলে পেট্রোল বা ডিজেলের মধ্যে থেকে কোন জ্বালানি তেলেরই প্রয়োজন হয় না। ফলে জ্বালানি তেলের অতিরিক্ত খরচ বেঁচে যায়। আর ইলেকট্রিক অটোমোবাইলের উর্ধ্বমুখী চাহিদার কারণে এই টু-হুইলারের প্রোডাকশনও ক্রমাগত বেড়ে চলেছে। তাই বাজারে প্রচুর অপশন রয়েছে। তবে ইলেকট্রিক স্কুটারের দাম কিন্তু খুব একটা কম নয়। এবার বাজারে চলে এসেছে বাজেট ফ্রেন্ডলি ইলেকট্রিক স্কুটার। সাথে পেয়ে যাবেন ঝাক্কাস রেঞ্জ আর দুর্দান্ত ফিচার।

আজকের প্রতিবেদনে আমরা কথা বলব Deltic Legion ইলেকট্রিক স্কুটারের সম্পর্কে। এটি ইতিমধ্যে বাজারে লঞ্চ হয়ে গেছে। এতে আপনারা 3 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন। এছাড়া এতে রয়েছে 250 ওয়াটের শক্তিশালী মোটর। জেনে নিন বিস্তারিত।

Deltic Legion: ব্যাটারি ও রেঞ্জ

এই ইলেকট্রিক স্কুটারে 3.5kWh ক্ষমতার লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে। এটি একবার চার্জ দিলে সহজেই 133, কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে। এটি সম্পূর্ণ চার্জ হতে 8 ঘন্টা থেকে 9 ঘন্টা সময় নেয়। Deltic Legion ঘন্টায় 25 কিলোমিটারের এভারেজ স্পিড দিতে সক্ষম।

Deltic Legion স্কুটারের ফিচার্স

এই ইলেকট্রিক স্কুটারে ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, অ্যান্টি-থেফ্ট এলার্ম, USB চার্জিং সাপোর্ট, ডিজিটাল স্পিডোমিটার, সেন্ট্রাল লুকিং-এর মতো বেশ কিছু ফিচার্স রয়েছে।

Deltic Legion স্কুটারের দাম

ভারতীয় বাজারে এই ইলেকট্রিক স্কুটারের দাম যতটা সম্ভব কম রাখার চেষ্টা করেছে কোম্পানি। Deltic Legion এর এক্স শোরুম মূল্য 76 হাজার 250 টাকা। এছাড়া এই ইলেকট্রিক স্কুটারে 1 বছরের আর ব্যাটারিতে 3 বছরের ওয়ারেন্টি রয়েছে।